নিউ ইয়র্ক: কয়েকদিন আগেই তিনি শিরোনামে উঠে এসেছিলেন। তিনি যাওয়ার পরই অ্যামাজনের একটি গুদামঘরের এক কর্মীর শরীরে পাওয়া গিয়েছিলে করোনা ভাইরাস। তবে এবার অ্যামাজনের চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) জেফ বেজোস আলোচনার শীর্ষে উঠে এলেন সম্পূর্ণ অন্য কারণে। নিউ ইয়র্কে একটি অ্যাপার্টমেন্ট কিনলেন বেজোস। যার দাম ১৬ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১২৩ কোটি টাকার কাছাকাছি!


অ্যাপার্টমেন্টটি তিন হাজার স্কোয়্যার ফিট এলাকা নিয়ে। এর ঠিক পাশেই যৌথভাবে আর একটি সম্পত্তির মালিক বেজোস। নতুন অ্যাপার্টমেন্টের নীচের তলাটি আগেই কিনেছিলেন বেজোস। নতুন অ্যাপার্টমেন্টে রয়েছে তিনটি বেডরুম ও তিনটি বাথরুম। গত বছর এর ঠিক নীচের তলায় একটি পেন্টহাউস ও দুটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন।

করোনা সংক্রমণের ফলে বিশ্বজুড়ে চলছে লকডাউন। বন্ধ শিল্প, কল-কারখানা, শপিং মল। এই পরিস্থিতিতে অনলাইনে কেনাকাটা বেড়েছে বিশ্বজুড়েই। ফুলেফেঁপে উঠেছে অ্যামাজনের ব্যবসা। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, বিশ্বের ধনীতম ব্যক্তি বেজোস আরও ২৪ বিলিয়ন ডলারের মালিক হয়েছেন। ভারতীয় মুদ্রায় যে অঙ্কটা প্রায় দু লক্ষ কোটি টাকা!