হায়দ্রাবাদ : হায়দরাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে বিল্ডিংয়ে বিধ্বংসী আগুন। গুলজার হাউসের বহুতলে আগুন লেগে একই পরিবারের ৮ শিশু-সহ ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সংবাদ সংস্থা PTI সূত্রের খবর। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের এক সিনিয়র আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, আট জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। ঘটনায় মর্মাহত তেলিঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। বহুতলে বাকি যাঁরা আটকে আছেন তাঁদের উদ্ধারে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। আগুনে মৃতদের পরিবারকে PMNRF ফান্ড থেকে ২ লক্ষ টাকা ও আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে PMO-র তরফে।
এক দমকলকর্মী জানিয়েছেন, সকাল সাড়ে ৬টা নাগাদ ফোন পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যান। অনেক জনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয় বিভিন্ন হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়।
ঘটনাস্থল পরিদর্শন করার পর কেন্দ্রীয়মন্ত্রী জি কিষাণ রেড্ডি সংবাদ মাধ্যমকে বলেন, "আগুনে আট জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কিন্তু, প্রকৃত সংখ্যা কত শুধুমাত্র তারাই নিশ্চিত করে বলতে পারবে। মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে।" তিনি আরও বলেন, "আমি কাউকে দোষ দিচ্ছি না। কিন্তু, হায়দরাবাদ যেহেতু দ্রুত উন্নতি করা একটা শহর, তাই এখানে পুলিশ, পুরসভা, দমকল ও বিদ্যুৎ দফতরকে আরও শক্তিশালী করা উচিত। এখানে দমকল বিভাগের কাছে পর্যাপ্ত সরঞ্জাম নেই। পরিবারের লোকেরা আমাকে জানিয়েছেন, সাড়ে ৭টা পর্যন্ত দমকলের কাছে পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। তাই রাজ্য সরকারের উচিত দমকল বিভাগে আরও টাকা দেওয়া। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে, মৃতদের পরিবারকে আর্থিক সহায়তার জন্য বলব কেন্দ্রীয় সরকারকে।"
ঘটনাস্থলে উপস্থিত AIMIM-এর এক জনপ্রতিনিধি সংবাদ মাধ্যমকে বলেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ২০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
CMO-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।