হায়দরাবাদ: অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। কিন্তু রাস্তায় ট্রাফিক জ্যাম। এই পরিস্থিতিতে অ্যাম্বুল্যান্সের সঙ্গে প্রায় ২ কিলোমিটার ছুটলেন হায়দরাবাদের ট্রাফিক কনস্টেবল জি বাবজি। এভাবেই ভিড় সরিয়ে অ্যাম্বুল্যান্সটিকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন তিনি।
বাবজি অ্যাবিডস ট্রাফিক পুলিশ স্টেশনে কাজ করেন। সোমবার অ্যাবিডসে জিপিও আর অন্ধ্র ব্যাঙ্ক কোটি মোড়ে এই ঘটনা ঘটেছে। বুধবার হায়দরাবাদ পুলিশ ভিডিও পোস্ট করায় বিষয়টি জানাজানি হয়। সম্ভবত অ্যাম্বুল্যান্সেরই কেউ ভিডিওটি শ্যুট করেছেন। দেখা যাচ্ছে, ওই কনস্টেবল জিবিও মোড় থেকে কোটির দিকে ছুটছেন, রাস্তায় বাইক আরোহীদের বলছেন, একটু সরে যেতে। নিজের থানার চৌহদ্দি পেরিয়ে অ্যাম্বুল্যান্সের রাস্তা পরিষ্কার করেছেন তিনি। তাঁর কাজে খুশি বাইকচালকরা হাততালি দিয়ে ধন্যবাদ জানাচ্ছেন তাঁকে।
পুলিশ কর্তারাও বাবজির প্রশংসায় পঞ্চমুখ। হায়দরাবাদ ট্রাফিক পুলিশের অ্যাডিশনাল কমিশনার অনিল কুমার তাঁকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।
বাবজি জানিয়েছেন, তাঁর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর বহু মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন, এতে তিনি ভীষণ খুশি। রোগী কে ছিলেন তিনি জানেন না, কোন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সে সম্পর্কেও ধারণা নেই।
গত বছর এমনই এক ঘটনায় মুম্বইয়ের জনৈক ট্রাফিক পুলিশ সব গাড়ি থামিয়ে একটি পথ কুকুরকে রাস্তা পেরিয়ে যাওয়ার সুযোগ করে দেন।