হরভজন এর আগে আফ্রিদির প্রশংসা করেন তাঁর সমাজসেবা সংক্রান্ত কাজকর্মের জন্য। করোনা সংক্রমণ কমাতে আফ্রিদি সাবান, অন্যান্য জিনিস ও খাবার বিলি করেছেন গরিবদের মধ্যে। প্রাক্তন পাক অধিনায়ক ওয়াকার ইউনিসের স্ত্রী চিকিৎসক। তিনিও টুইট করে জানিয়েছেন, স্ত্রী যখন হাসপাতালে যান তখন তিনি আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু ফিরে আসার পর গর্ব হয়। তিনি গর্বের সঙ্গে বলছেন, তাঁর স্ত্রী একজন হিরো। ‘আফ্রিদিকে সমর্থন করছি’- করোনা লড়াইয়ে যুবরাজ সমর্থন জানালেন পাক অলরাউন্ডারকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Mar 2020 09:20 PM (IST)
হরভজন এর আগে আফ্রিদির প্রশংসা করেন তাঁর সমাজসেবা সংক্রান্ত কাজকর্মের জন্য। করোনা সংক্রমণ কমাতে আফ্রিদি সাবান, অন্যান্য জিনিস ও খাবার বিলি করেছেন গরিবদের মধ্যে।
নয়াদিল্লি: করোনার সঙ্গে যুদ্ধে এগিয়ে এসেছেন ক্রীড়াবিদরা, তাঁরাও সাধ্যমত সাহায্য করছেন। আর এই যুদ্ধে প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির পাশে এসে দাঁড়ালেন ২২ গজের যুদ্ধে তাঁর চিরশত্রু যুবরাজ সিংহ। টুইটারে যুবি লিখেছেন, এই কঠিন সময়ে এখন আমাদের অপরের দিকে তাকানো প্রয়োজন, বিশেষত যাদের ভাগ্য ততটা সুপ্রসন্ন নয়। আমরা আমাদেরটুকু করি, আমি করোনা যুদ্ধে আফ্রিদি ও তার ফাউন্ডেশনকে সমর্থন করছি। দয়া করে ডোনেটকরোনা ডট কমে সাহায্য করুন। তিনি আবার ট্যাগ করেছেন হরভজন সিংহকে।