ওয়াশিংটন: করোনা পজিটিভ হওয়ার দুসপ্তাহের মধ্যেই নির্বাচনী প্রচারে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মুখে মাস্ক ছাড়াই। বললেন, নিজেকে শক্তিশালী মনে হচ্ছে।


মার্কিন সংবাদমাধ্যম সূত্রে খবর, মাস্ক না পরেই প্রচারে আসেন ট্রাম্প। উপস্থিত অনেকে মাস্ক ছাড়াই দেখা যায় ঘেঁষাঘেঁষি করে বসতে। তবে, বক্তব্য শুরু করার আগে, জনতার উদ্দেশ্য়ে মাস্ক ছুড়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।


ট্রাম্প বলেন, আজ থেকে ২২ দিন পর, আমরা নির্বাচনে জয়ী হব। আমরা হোয়াইট হাউসে আরও চার বছর থাকব। করোনাভাইরাসের ভীতিকে উড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিজেকে শক্তিশালী মনে হচ্ছে। আমি এখানকার জমা হওয়া ভিড়ের মধ্যে হাঁটব। সকলকে চুম্বন করব।


সকালে হোয়াইট হাউসের তরফে ট্রাম্পের চিকিৎসকের বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের করোনা পরীক্ষা নেগেটিভ এসেছে।


প্রচারে বক্তব্য পেশ করতে গিয়ে ট্রাম্প জানান তিনি একেবারে সুস্থ। মনে করিয়ে দেন, তিনি কোনও বৃদ্ধ নন। সেইসঙ্গে তাঁর দাবি, যাঁরা তাঁকে দুর্বল মনে করেন, তাঁরাই প্রকৃতপক্ষে অসুস্থ।


মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি বৃদ্ধ নই। আমি তরুণ। আমার স্বাস্থ্য একদম ঠিকঠাক। প্রসঙ্গত, চলতি সপ্তাহে পেনসিলভানিয়া, উত্তর ক্যারোলাইনা ও উইসকনসিনে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা ট্রাম্পের।