শাহিনবাগের বাচ্চাটি মারা গিয়েছে রাজধানীর বুকে নেমে আসা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ, হাড় কাঁপানো শীতে ঠান্ডা লেগে, শ্বাসকষ্টের ফলে। যদিও তার মা নাজিয়া জানিয়ে দিয়েছেন, ঘরে ৫ বছরের মেয়ে, দুবছরের ছেলে আছে। তা সত্ত্বেও তিনি অবস্থান-ধরনা চালিয়ে যাবেন। শাহিনবাগ ‘আত্মঘাতী মানববোমাদের’ ঘাঁটি লিখেও ট্যুইট মুছে দিলেন, পরে গিরিরাজ বললেন, যা বলেছি, সেটাই বাস্তব!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2020 06:52 PM (IST)
সকালে এএনআইয়ের কাছে তিনি শাহিনবাগে ৩১ জানুয়ারি ৪ মাসের শিশুর মৃত্যুর ব্যাপারে মন্তব্য করেন, খিলাফত আন্দোলন চলছে। শারজিল ইমাম বলছে, এস দেশটাকে ভাঙি, পিএফআইয়ের প্যামফ্লেটেও তাই বলা হচ্ছে। একটা বাচ্চা মারা গেল, তার মা বলছে , ও শহিদ। এটা যদি আত্মঘাতী বোমাবর্ষণ না হয়, তবে কী!
নয়াদিল্লি: শাহিনবাগ ‘আত্মঘাতী মানববোমাদের’ ঘাঁটি বলে মন্তব্য করে শোরগোল ফেলে পরে সাফাই দিলেন গিরিরাজ সিংহ। বললেন, দেশব্যাপী যা চলছে, সেটাই ট্যুইট করেছি, ওটাই বাস্তব! শাহিনবাগে এক মাসের ওপর হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী অবস্থান, বিক্ষোভ চলছে মহিলাদের। বিজেপির প্রথম সারির নেতা, মন্ত্রীরা লাগাতার অবস্থানে বসা বিক্ষোভকারীদের আক্রমণ, কটাক্ষ করছেন। সম্প্রতি অবস্থানে বসা এক মহিলার চার মাসের বাচ্চার মৃত্যুর খবর ঘিরে কেন ঘরের বাচ্চাদের ধরনামঞ্চে টেনে আনা হচ্ছে, সেই প্রশ্ন তুলছে ধরনায় বসার বিরোধীরা। এই প্রেক্ষাপটে আজ সকালে একটি ভিডিও ট্যুইট করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ লেখেন, শাহিনবাগ এখন আর কোনও আন্দোলন নয়, আত্মঘাতী বোমারুদের ডেরায় পরিণত হয়েছে। দেশের রাজধানীর বুকে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে ওরা। সেই ভিডিওতে এক বোরখা-পরা মহিলাকেও বলতে শোনা যাচ্ছে, শাহিনবাগ কোনও আন্দোলন নয়, মানববোমাদের কেন্দ্র। প্রবল সমালোচনার মুখে কয়েক মিনিটের মধ্যেই সেই ট্যুইট মুছে দেন গিরিরাজ। তবে সকালে এএনআইয়ের কাছে তিনি শাহিনবাগে ৩১ জানুয়ারি ৪ মাসের শিশুর মৃত্যুর ব্যাপারে মন্তব্য করেন, যেন দ্বিতীয় খিলাফত আন্দোলন চলছে। শারজিল ইমাম বলছে, এস দেশটাকে ভাঙি, পিএফআইয়ের প্যামফ্লেটেও তাই বলা হচ্ছে। একটা বাচ্চা মারা গেল, তার মা বলছে , ও শহিদ। এটা যদি আত্মঘাতী বোমাবর্ষণ না হয়, তবে কী!