নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সামরিক ঘাঁটিতে আচমকা গুলিচালনার ঘটনায় নিরাপদে আছেন ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদোরিয়া। অক্ষত রয়েছেন ভারতীয় বায়ুসেনার অন্যান্য শীর্ষ পদাধিকারীরাও।
বুধবার সকালে(স্থানীয় সময়ে) হাওয়াই দ্বীপপুঞ্জের নিকটে ঐতিহাসিক পার্ল হারবার-হিক্যাম যৌথ ঘাঁটিতে উপস্থিত ছিলেন ভাদোরিয়া। সেই সময় ওই ঘাঁটিতে আচমকা গুলিচালনার ঘটনা ঘটে। জানা যায়, মার্কিন নৌসেনার এক নাবিক দুই ব্যক্তিকে গুলি করে হত্যা করেন। পরে, নিজেও আত্মঘাতী হন।
যদিও, ভারতীয় বায়ুসেনার মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন অনুপম বন্দ্যোপাধ্যায় জানান, ভাদোরিয়া হিক্যাম বায়ুসেনা ঘাঁটিতে ছিলেন। হামলার ঘটনা ঘটেছে পার্ল হারবারে, যা যৌথ ঘাঁটির নৌসেনা নিয়ন্ত্রিত অংশ। এই দুই ঘাঁটির মধ্যে দূরত্ব অনেকটাই।
বায়ুসেনার এক শীর্ষ আধিকারিক জানান, ওই ঘটনার প্রেক্ষিতে নৌঘাঁটির পাশাপাশি, বায়ুঘাঁটিও ঘণ্টা দুয়েকের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, ২০টি ইন্দো-প্রশান্ত মহাসাগর আঞ্চলিক দেশের বায়ুসেনা প্রধানদের সম্মেলনে যোগ দিতে আমেরিকার পার্ল হারবার-হিক্যাম যৌথ ঘাঁটিতে রয়েছেন ভাদোরিয়া। পারস্পরিক বোঝাপড়াকে আরও দৃঢ় করতে এবং ভবিষ্যতে আলোচনার পথ প্রশস্ত করাই হল এই সম্মেলনের মূল লক্ষ্য।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ঐতিহাসিক পার্ল হারবার ঘাঁটিতে গুলি মার্কিন নৌ-নাবিকের, নিরাপদে ভারতীয় বায়ুসেনা প্রধান ভাদোরিয়া
Web Desk, ABP Ananda
Updated at:
05 Dec 2019 03:10 PM (IST)
২০টি ইন্দো-প্রশান্ত মহাসাগর আঞ্চলিক দেশের বায়ুসেনা প্রধানদের সম্মেলনে যোগ দিতে আমেরিকার পার্ল হারবার-হিক্যাম যৌথ ঘাঁটিতে রয়েছেন ভাদোরিয়া।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -