দুবাই: এ বছরের অক্টোবরেই কি অস্ট্রেলিয়ায় নির্দিষ্ট সূচি অনুযায়ী হবে টি-২০ বিশ্বকাপ? আজও এ বিষয়ে কিছু জানা গেল না। এদিনও কোনও সিদ্ধান্ত নিতে পারল না। আইসিসি বোর্ডের ভার্চুয়াল বৈঠকের পর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘আগামী মাস পর্যন্ত এ বছরের পুরুষদের টি-২০ বিশ্বকাপ এবং আগামী বছরের মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজনের বিষয়ে যাবতীয় ব্যবস্থাপনা খতিয়ে দেখার বিষয়ে একমত হয়েছেন আইসিসি বোর্ডের সদস্যরা। নির্দিষ্ট সময়ে এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে কি না, সে বিষয়েও ভাবনা-চিন্তা করা হচ্ছে।’

১৮ অক্টোবর থেকে টি-২০ বিশ্বকাপ শুরু হওয়ার কথা। ১৬টি দল এই প্রতিযোগিতায় খেলবে। কিন্তু বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় এখনও অনেক দেশেই লকডাউন এবং আন্তর্জাতিক উড়ান বন্ধ। অস্ট্রেলিয়ায় বিধি-নিষেধ কিছুটা শিথিল করা হলেও, এ বছর পুরুষদের টি-২০ বিশ্বকাপ আয়োজন করার সম্ভাবনা ক্ষীণ।

এ বছরের টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দিয়ে যদি আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়াতেই করার কথা ভাবে আইসিসি, সেক্ষেত্রে আপত্তি জানাতে পারে বিসিসিআই। কারণ, আগামী বছরের অক্টোবরে ভারতে টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা। বিসিসিআই কোনওভাবেই সেই প্রতিযোগিতা আয়োজনের সুযোগ হারাতে চায় না। তবে ভারতের করব্যবস্থা নিয়ে বিসিসিআই-এর সঙ্গে আইসিসি-র বিরোধ তৈরি হয়েছে। এ বছরের ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে কোনও সমাধানসূত্র না পাওয়া গেয়ে ভারত থেকে টি-২০ বিশ্বকাপ অন্য কোনও দেশে সরিয়ে নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। ফলে বিসিসিআই কিছুটা চাপে। তবে ক্রিকেটমহলের মতে, সৌরভ গঙ্গোপাধ্যায় যদি আইসিসি সভাপতি হয়ে যান, তাহলে ছবিটা বদলে যেতে পারে।