কলকাতা: আগামীকাল প্রকাশিত হবে আইসিএসই, আইএসসি-র ফল। দুপুর ৩টের সময় প্রকাশিত হবে ফল। কাউন্সিলের ওয়েবসাইটে দেখা যাবে ফল। পড়ুয়ারা ফল জানতে পারবেন এসএমএসের মাধ্যমে। কাউন্সিলের কেরিয়ার্স পোর্টাল থেকে ফল সংগ্রহ করতে পারবে স্কুলগুলি।
কীভাবে দেখবেন ফল?
এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে মোবাইলের রাইট মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ইউনিক আইডি। তা পাঠিয়ে দিতে হবে 09248082883 নম্বরে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা বাতিল হওয়ায় এবছর উত্তরপত্র পুনরায় দেখার সুযোগ থাকছে না। একইসঙ্গে কাউন্সিল জানিয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিয়ে কোনও পড়ুয়ার কোনওরকম প্রশ্ন থাকলে তা সরাসরি পাঠাতে হবে সংশ্লিষ্ট স্কুলে। এই নম্বর নিয়ে সংশ্লিষ্ট স্কুলের কোনও প্রশ্ন বা বক্তব্য থাকলে তা পাঠাতে হবে কাউন্সিলের কাছে। ১ অগাস্টের মধ্যে পাঠাতে হবে তা। কাউন্সিল সাফ জানিয়েছে ১ অগাস্টের পরে এই সংক্রান্ত কোনও বক্তব্য বা প্রশ্ন শোনা হবে না।
জুন মাসে পরীক্ষা বাতিলের ঘোষণা করে সিআইএসসিই। করোনা আবহে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিল বোর্ড। গত ১৪ এপ্রিল সিবিএসই-র দশমের পরীক্ষা বাতিলের ঘোষণার দু'দিন পরই সিআইএসসিই-র পক্ষ থেকে আইসিএসই বাতিলের কথা জানানো হয়েছিল। জানানো হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। এরপর জুন মাসের শুরুর দিকে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষাও বাতিল হওয়ার পর পরই একই পথে হেঁটে সিআইএসসিই জানিয়ে দেয় বাতিল হচ্ছে আইএসসি পরীক্ষাও।
উল্লেখ্য, চলতি সপ্তাহে সিবিএসই-র পক্ষ থেকে দশম থেকে দ্বাদশ শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে সিবিএসই দ্বাদশের ফল। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে। দশমের ক্ষেত্রে ৫টি বিষয়ের মধ্যে সেরা তিনটি বিষয়ের নম্বর নেওয়া হবে। অন্যদিকে, দ্বাদশের ক্ষেত্রে ইউনিট, টার্ম প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলও থাকবে নজরে। কোনও ছাত্র-ছাত্রী নিজের নম্বর বা গ্রেডেশন নিয়ে অখুশি থাকলে, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে বা স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে পরীক্ষায় বসা যাবে। সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে বিবেচিত হবে।