Ideas Of India Summit 2023: এবিপি নেটওয়ার্কের আইডিয়াজ অফ ইন্ডিয়া ফের শুরু হয়েছে চলতি বছর। এবছরের থিম 'নয়া ইন্ডিয়া: লুকিং ইনওয়ার্ড, রিচিং আউট'। এই বার্ষিক সম্মেলনে বিভিন্ন ক্ষেত্রের শীর্ষ নেতৃত্বদের একত্রিত করে নতুন ভারতের ধারণা নিয়ে চিন্তাভাবনার জন্য। আগামী ২৪ এবং ২৫ ফেব্রুয়ারি এই সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথিতযশা ব্যক্তিত্বরা যেমন ব্রিটেনের প্রাক্তন মন্ত্রী লিজ ট্রাস, ইনফোসিসের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান নারায়ণ মূর্তি, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি এবং অশ্বিণী যাদব, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, একনাথ শিণ্ডে এবং ভাগবত মান, বলিউডের বিখ্যাত ব্যক্তিত্ব যেমন- জিনাত আমন, আশা পারেখ, সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সঙ্গীত জগতের ব্যক্তিত্বরা, শিক্ষাবিদ এবং আরও অনেকে এই সম্মেলনে উপস্থিত থাকতে চলেছেন। আইডিয়াজ অফ ইন্ডিয়া সামিট ২০২৩-এর মঞ্চ থেকে নতুন ভারতের জন্য নিজেদের ধারণা, মতামত জানাবেন এই ব্যক্তিত্বরা। 


বিশ্বজুড়ে বিভিন্ন উত্থান-পতনের মধ্যে আইডিয়াজ অফ ইন্ডিয়ার দ্বিতীয় এডিশন হতে চলেছে এই বছর। বিভিন্ন প্রাকৃতিক কারণেই এই দোলাচলের পরিস্থিতি তৈরি হয়েছে যা সাধারণ জনজীবনে প্রভাব ফেলেছে। এটি এমন এক অস্থির অবস্থা যেখানে ঐতিহাসিক রীতিনীতিকে চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা চলছে। একসময় যা একপ্রকার অসম্ভব বলে মনে হতো, বিজ্ঞানের দ্বারা তার বাস্তবায়ন সম্ভব হচ্ছে। এর পাশাপাশি সমাজকে ক্রমশ প্রগতিশীল করে তুলেছেন প্রযুক্তি। ভারত আপাতত আরও একটি লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এই পর্যায়ে উক্ত বার্ষিক সম্মেলন গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে হতে চলেছে।  


এখন যা পরিস্থিতি তাতে আগামী দিনে ভারত কোনদিকে এগোতে চলেছে তা বোঝা বেশ মুশকিল। আইডিয়াজ অফ ইন্ডিয়ার মঞ্চে নেতৃত্বরাই বা কী ভাবনাচিন্তা প্রসঙ্গে বলবেন সেটাও আন্দাজ করা বেশ জটিল। 


আইডিয়াজ অফ ইন্ডিয়ার দ্বিতীয় সামিট কোথায়, কখন, কীভাবে লাইভ দেখবেন


এবিপি নেটওয়ার্ক আইডিয়াজ অফ ইন্ডিয়া সামিট ২০২৩ অনুষ্ঠিত হতে চলেছে ২৪ ফেব্রুয়ারি শুক্রবার এবং ২৫ ফেব্রুয়ারি শনিবার। এই অনুষ্ঠান লাইভ দেখানো হবে এবিপি লাইভ ইউটিউবে। এছাড়াও অনুষ্ঠানের বিভিন্ন পর্যায় দেখানো হবে এবিপি নেটওয়ার্কের টেলিভিশন চ্যানেলের। এর পাশাপাশি আইডিয়াজ অফ ইন্ডিয়া সামিটের সাম্প্রতিকতম আপডেট এবং হাইলাইটস দেখা যাবে এবিপি লাইভের সোশাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুক, ট্যুইটার, ইন্সটাগ্রামে। 


আরও পড়ুন- ভাল-মন্দ জীবনের কাহিনি, জাভেদ আখতারের জবানি, ABP-র 'ভারত ভাবনা' সম্মেলনে