ধারাভি কি সত্যিই আশার আলো দেখাবে দেশকে? উত্তর দেবে সময়। ধারাভি জিতলে, দেশ জিতবে...কেন এমন এই ট্যুইট করলেন মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Jun 2020 12:07 PM (IST)
এখনও পর্যন্ত শুধু ধারাভিতেই আক্রান্ত ১,৯২৪ জন। ৭১ জনের মৃত্যু হয়েছে করোনায়।
মুম্বই: দেশে করোনায় মৃত বেড়ে ৭ হাজার ৪৬৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণে রেকর্ড । একদিনে মৃত ৩৩১, নতুন আক্রান্ত ৯ হাজার ৯৮৭। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। এরই মধ্যে মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ভয়াবহ। শুধুমাত্র ওই রাজ্যেই মৃত্যু হয়েছে ৩,১৬৯ জনের। মোট আক্রান্ত ৮৮ হাজার ৫২৮। মহারাষ্ট্রের ধারাভি এলাকা সবথেকে সংক্রমণপ্রবণ ছিল প্রথম থেকে। এশিয়ার বৃহত্তম ঘিঞ্জি বসতি এলাকা ধারাভিতে করোনা ছড়াতে খুব বেশি সময় লাগেনি। ধারাভির সংক্রমণ একটা চ্যালেঞ্জ হয়ে উঠেছিল প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের কাছে। এখনও পর্যন্ত শুধু ধারাভিতেই আক্রান্ত ১,৯২৪ জন। ৭১ জনের মৃত্যু হয়েছে করোনায়। তবে সূত্রের খবর, সোমবার ধারাভি থেকে ১২ জন নতুন করে করোনার কবলে পড়েছেন। তার থেকেও আশার কথা গত ৯ দিনে ধারাভির একজন বাসিন্দাও মারা যাননি করোনা আক্রান্ত হয়ে। এই খবরে উৎফুল্ল হয়ে মাহিন্দ্রা গ্রুপের কর্ণধার আনন্দ মাহিন্দ্রা ট্যুইট করেছেন, 'যদি ধারাভি জেতে, তাহলে ভারতও জিতবে। ... আমাদের অভিবাদন ও প্রার্থনা ওদের প্রাপ্য।'