নয়াদিল্লি: ২০১২ থেকে ২০২০। কেটে গেছে ৮টি বছর। নির্ভয়াকাণ্ডের দোষীদের এখনও ফাঁসির সাজা হয়নি। আইনি মারপ্যাঁচে বারবার পিছিয়ে চলেছে চার অপরাধীর মৃত্যুদণ্ড। আগামী ৩ মার্চ নির্ভয়ার অপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার দিন স্থির হয়েছে। আইনের সুযোগ নিয়ে আর যেন তাদের শাস্তি না পিছিয়ে যায়, সেজন্য দেশের প্রতিটি নাগরিকের কাছে কাতর আবেদন জানালেন নির্ভয়ার মা। একটি জনপ্রিয় টেলিভিশন শো-এ নির্ভয়ার মা আশাদেবীর আর্তি, সবাই যেন তাঁর মেয়ের অপরাধীদের চরম শাস্তির দাবিতে সোচ্চার হন। নির্ভয়া যদি বিচার না পায়, তাহলে দেশে ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও নির্যাতিতাই আর সঠিক বিচার পাবেন না, মত আশাদেবীর।
‘এই লড়াই আমার একার নয়, বরং ভারতের সব মেয়েদের’, বললেন নির্ভয়ার মা।
যাঁরা তাঁর মেয়ের ধর্ষক ও খুনিদের মাফ করে দিতে বলছেন, তাঁদের কাছে আশাদেবীর প্রশ্ন, ‘আপনার সন্তানের সঙ্গে যদি এমনটা ঘটত, তাহলে কী করতেন? ক্ষমা করে দিতেন? ’
নির্ভয়ার মা বলেন, হায়দরাবাদের ঘটনায় মানুষ মিষ্টি বিলি করেছে। আদালতের উপর আস্থা হারিয়েছে মানুষ।
যখনই নির্ভয়ার মা ও দেশের মানুষ অপরাধীদের ফাঁসির দাবিতে সরব হয়েছে, তখনই উলটো সুরে কথা বলেছেন মানবাধিকার কর্মীদের একাংশ। কিন্তু এই মুহূর্তে তাঁদের কোনও উপদেশ শুনতেই রাজি নন তিনি, সাফ জানিয়ে দেন আশা দেবী।
অপরাধীদের চরম শাস্তির দিন স্থির হয়েছে। কিন্তু কবে বিচার পাবে নির্ভয়া? আদালত অপরাধীদের অধিকার নিয়ে কথা বলছে, কিন্তু তাঁর কষ্টের কথা বলছে না, অভিযোগ আশাদেবীর।
আগামী ৩ মার্চ নির্ভয়ার খুনিরা পাবে কি চরম সাজা? সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
'নির্ভয়ার অপরাধীরা এবার শাস্তি না পেলে, আর কোনও ধর্ষিতাই বিচার পাবেন না', দোষীদের শাস্তির দাবিতে সবাইকে এগিয়ে আসার আর্জি নির্ভয়ার মা'র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Feb 2020 05:53 PM (IST)
একটি জনপ্রিয় টেলিভিশন শো-এ নির্ভয়ার মা আশাদেবীর আর্তি, সবাই যেন তাঁর মেয়ের অপরাধীদের চরম শাস্তির দাবিতে সোচ্চার হন। নির্ভয়া যদি বিচার না পায়, তাহলে দেশে ধর্ষণ ও খুনের ঘটনায় কোনও নির্যাতিতাই আর সঠিক বিচার পাবেন না, মত আশাদেবীর।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -