মউ(উত্তরপ্রদেশ): বোর্ড পরীক্ষার মধ্যেই এক ভিডিও-বার্তায় পরীক্ষার্থীদের টুকলির বিভিন্ন কৌশলের পরামর্শ দিয়ে গ্রেফতার স্কুলের ম্যানেজার। ঘটনাস্থল উত্তরপ্রদেশের মউ।


হরিবংশ মেমোরিয়াল ইন্টার কলেজের ম্যানোজার প্রবীণ মলকে ভিডিওতে বলতে দেখা গিয়েছে, ‘চিরকূট নিয়ে পরীক্ষা হলে প্রবেশ করো না। তার চেয়ে শৃঙ্খলা বজায় রেখে পাশের জনকে জিজ্ঞাসা করো।’ তিনি আরও বলেন, যদি চিরকূট সমেত ধরা পড়ো এবং শিক্ষক তোমাকে চড় মারে, তাহলে রেগে যেও না।


ভাইরাল হয়ে পড়া ২-মিনিটের ওই ভিডিওতে প্রবীণকে আরও বলতে দেখা গিয়েছে, কোনও প্রশ্ন ছেড়ে এসো না। কেউ দেখে না তুমি কি লিখেছ। উত্তরপত্রের ১০০ টাকার একটা নোট রেখে দিও, তাহলেই শিক্ষক তোমাকে চোখ বন্ধ করে নম্বর দেবে।


প্রসঙ্গত, মঙ্গলবার থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণির বোর্ড পরীক্ষা। মউ-এর জেলাশাসক জ্ঞানপ্রকাশ ত্রিপাঠি জানিয়েছেন, ভিডিও প্রকাশের জন্য বুধবার ওই ম্যানেজারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইতিমধ্যে তাঁকে গ্রেফতারও করা হয়েছে।



Education Loan Information:

Calculate Education Loan EMI