IIT Baba : টিভি শো-এ গিয়ে 'খেলেন মার', ধর্নায় বসলেন 'আইআইটি বাবা'
Viral IIT Baba : মহাকুম্ভে ভাইরাল হওয়ার পরই বেপাত্তা হয়ে গিয়েছিলেন, তারপর আবার তার আবির্ভাব ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যদ্বাণী নিয়ে। এবার তিনি নজরে এলেন অন্য কারণে।

ভাইরাল 'আইআইটি বাবা'। মহাকুম্ভ থেকেই তিনি চর্চায়। সম্প্রতি সাঙ্ঘাতিক ট্রোলড হয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফলাফল নিয়ে ভুল ভবিষ্যদ্বাণী করে। আর এবার তিনি অভিযোগ করলেন, একটি টিভি শো-তে ডেকে নিয়ে গিয়ে তাঁকে নাকি মারধর করা হয়েছে। মহাকুম্ভে ভাইরাল হওয়ার পরই বেপাত্তা হয়ে গিয়েছিলেন, তারপর আবার তার আবির্ভাব ভারত-পাকিস্তান ম্যাচের ভবিষ্যদ্বাণী নিয়ে। এবার তিনি নজরে এলেন অন্য কারণে।
ভাইরাল 'আইআইটি বাবা' অভয় সিংয়ের দাবি, একটি খবরের চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে তাঁকে হেনস্থা হতে হয়েছে। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি নয়ডায় একটি বেসরকারি সংবাদ চ্যানেলে বিতর্ক চলাকালীন তার সঙ্গে দুর্ব্যবহার এবং মারধর করা হয়েছে বলে দাবি তাঁর। এরপর তিনি ধর্নায় বসেন।
অভয় সিংয়ের অভিযোগ , তাঁকে বিতর্কে অংশ নিতে ডেকেছিল নিউজ চ্যানেলটি। সেখানেই শো চলাকালীন কিছু গেরুয়া পোশাকধারী ব্যক্তি নিউজরুমে এসে তাঁকে আক্রমণ করে। শুরু হয় ধস্তাধস্তি । মারা হয় লাঠির বাড়িও। তাঁকে নাকি একটি ঘরে জোর করে আটকেও রাখা হয়।
ঘটনার পর থানায় যান 'আইআইটি বাবা'। পুলিশের কাছে ভাইরাল 'আইআইটি বাবা'র অভিযোগ, কয়েকজন গেরুয়া পোশাকধারী ব্যক্তি নিউজরুমে এসে তার সঙ্গে দুর্ব্যবহার করে । লাঠি দিয়ে মারধরও করে। শুধু থানায় গিয়ে অভিযোগ করে তিনি ক্ষান্ত হননি। থানার সামনে ধর্নাতেও বসে পড়েন 'আইআইটি বাবা' । নয়ডার ১২৬ নম্বর সেক্টরে পুলিশ ফাঁড়ির বাইরে ধর্নায় বসে পড়ে । তবে পরে পুলিশ তাকে বোঝালে তিনি বিক্ষোভ প্রত্যাহার করে নেন। তিনি সম্ভবত লিখিত অভিযোগ দায়ের করেননি।
মহাকুম্ভেই সংবাদমাধ্যম আবিষ্কার করে আইআইটি বাবাকে। আসল নাম অভয় সিং। তিনি আইআইটি থেকে পড়াশোনা করেও বেছে নিয়েছেন সাধনভজনের পথ। ভোগ নয় , ত্যাগেই জীবনের অর্থ খুঁজে পেয়েছেন তিনি। তাঁকে নিয়ে মহাকুম্ভে হইচই পড়ে যাওয়ার পর বেশ কিছুদিন ধরে তার দেখা পাওয়া যাচ্ছিল না। তারপর আবার তিনি ক্যামেরাবন্দি হন, যখন তাঁরা বড়বড় চুল, মুখভর্তি দাড়ি আর নেই। তাঁর এই চেহারা ফের নজর কাড়ে নেটিজেনদের। তিনি জানিয়েছিলেন, সাধনার পথে থাকলেই তাকে বড় বড় দাড়ি তাঁকে রাখতে হবে, এমন কোনও কথা নেই।























