IIT Baba Viral Again: হোটেলের ঘরে গাঁজা, IIT Baba-কে তুলে নিয়ে গেল পুলিশ, জামিন পেয়ে কেক কাটলেন অনুরাগীদের সঙ্গে

IIT Baba Abhay Singh: প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে অংশ নেওয়া IIT বাবা বারংবার খবরের শিরোনামে উঠে আসছেন।

Continues below advertisement

জয়পুর: মহাকুম্ভ থেকে রাতারাতি জনপ্রিয়তা। পাশাপাশি, নিত্যদিন বিতর্কে ভাইরাল IIT বাবা অভয় সিংহ। এবার পুলিশ পাকড়াও করল তাঁকে। গাঁজা ও নেশাসামগ্রী রাখার মামলায় পুলিশ তাঁকে পাকড়াও করে বলে জানা গিয়েছে। যদিও IIT বাবা গাঁজাকে গাঁজা বলতে নারাজ। তাঁর মতে, ওটা প্রসাদ। শুধু তাই নয়, থানা থেকে বেরিয়ে জন্মদিনও পালন করলেন অনুরাগীদের সঙ্গে। কেক কাটেন তিনি, তাঁকে ঘিরে দাঁড়িয়ে থাকেন অনুরাগীরা। (IIT Baba Viral Again)

Continues below advertisement

প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভে অংশ নেওয়া IIT বাবা বারংবার খবরের শিরোনামে উঠে আসছেন। রাজস্থানের জয়পুরে সম্প্রতি হোটেল থেকে IIT বাবাকে পুলিশ পাকড়াও করে। সেই খবর জানাজানি হতে সময় লাগেনি। যদিও কয়েক ঘণ্টার মধ্যেই ছাড়া পেয়ে যান তিনি। সংবাদমাধ্যমে জানান, গাঁজা নিয়ে মামলা দায়ের হয়েছিল। গাঁজা কেন রেখেছিলেন জানতে চাইলে বলেন, “প্রসাদ, প্রসাদ…হ্যাঁ গাঁজা।” সঙ্গে সঙ্গেই জামিন পেয়ে গিয়েছেন বলেও জানান। (IIT Baba Abhay Singh)

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, Narcotic Drugs and Psychotropic Substaces (NDPS)  আইনে মামলা দায়ের হয় IIT বাবার বিরুদ্ধে। জয়পুরের রিদ্ধি সিদ্ধি এলাকায় একটি হোটেলে ছিলেন তিনি। সেখানে হই-হট্টগোলও বাধান বলে জানা যায়। খবর পেয়ে পাকড়াও করে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁর হোটেলের ঘরে তল্লাশি চালালে  গাঁজা ও নেশাসামগ্রী উদ্ধার হয় বলে খবর। পুলিশকে IIT বাবা জানান, তিনি অঘোরি বাবা। গাঁজা সেবন তাঁর সাধনার মধ্যেই পড়ে। পুলিশ জানিয়েছে, IIT বাবার কাছ থেকে গাঁজা পাওয়া গিয়েছে। তবে তা অনুমোদিত পরিমাণ ছাড়ায়নি। অল্প পরিমাণ গাঁজা ছিল তাঁর কাছে।

তবে শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় IIT বাবা আত্মহত্যার হুমকিও দেন। সেই নিয়েও পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে। IIT বাবার দাবি, তাঁকে নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। যদিও পুলিশের হাতে আটক হওয়া, জিজ্ঞাসাবাদ এবং গাঁজা রাখার কথা স্বীকার করেছেন তিনি। আত্মহত্যার হুমকির কথাও অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সংসারে তাঁর জন্য কেউ নেই, শুধুমাত্র মহাদেবকে ভালবাসেন বলেই লিখেছিলেন তিনি। তাঁর সেই মন্তব্য বিকৃত করা হয়। 

হরিয়ানার জাঠ পরিবারের ছেলে IIT বাবা। IIT পাশ করে কানাডাতেও ছিলেন বেশ কিছু দিন। মহাকাশ গবেষণার ক্ষেত্রেও কাজ করেন। করোনার সময় হঠাৎই আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে পড়ে বলে জানিয়েছেন তিনি। কুম্ভমেলা থেকেই তাঁর জনপ্রিয়তা। যদিও তার পর থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন। গোমূত্রের ঔষধি গুণের কথা জানিয়েছেন কখনও, কখনও আবার হাতাহাতি-মারামারিতে জড়িয়েছেন। নেশার জন্য কুম্ভের আশ্রম থেকেও তাঁকে তাড়ানো হয়। এখন আবার নয়া বিতর্ক।

Continues below advertisement
Sponsored Links by Taboola