রাঁচি: আইআইটি থেকে পাশ করার পর অনেকেই বেসরকারি সংস্থায় লোভনীয় বেতনের চাকরিতে যোগ দেন। তবে ব্যতিক্রম আইআইটি-মুম্বইয়ের স্নাতক শ্রবণ কুমার। তিনি ধানবাদে রেলের গ্রুপ ডি-র চাকরিতে যোগ দিয়েছেন। রেল লাইন রক্ষণাবেক্ষণের কাজ করছেন তিনি।

২০১০ সালে আইআইটি-মুম্বইয়ে ভর্তি হন শ্রবণ। তিনি ২০১৫ সালে স্নাতক হন। সম্প্রতি তিনি রেলের চাকরিতে যোগ দিয়েছেন। এ বিষয়ে তিনি বলেছেন, ‘চাকরির নিশ্চয়তা থাকায় আমি বরাবরই সরকারি চাকরি করতে চাইতাম। সেই কারণেই বি টেক করার পরেও সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছিলাম। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই রেলে চাকরি পেয়েছি। ৩০ জুলাই রেলের চাকরিতে যোগ দিয়েছি। কোনও কাজই ছোট নয়। আশা করি একদিন অফিসার হব।’