নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকে কেন্দ্র করে বিপুল আড়ম্বর, ধুমধামের নিন্দায় ট্যুইট ইলতিজা মুফতির। ইলতিজা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতির মেয়ে। কেন্দ্রের জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ বাতিল, বিশেষ মর্যাদা প্রত্যাহার ও গোটা রাজ্যকে দুটুকরো করে কেন্দ্রশাসিত এলাকায় পরিণত করার সিদ্ধান্ত নেওয়ার পর জম্মু ও কাশ্মীরের শীর্ষ রাজনৈতিক নেতৃত্বকে গৃহবন্দি করা হয়। এঁদের মধ্যে আছেন মেহবুবাও। বর্তমানে মায়ের ট্যুইটার অ্যাকাউন্ট সামলান ইলতিজা। আজ মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর, দিল্লির সংশোধিত নাগরিকত্ব বিরোধী (সিএএ) আন্দোলন ঘিরে হিংসা ও কাশ্মীরিদের স্বাধীনতা নিয়ে ট্যুইট করেন। ইলতিজার অভিযোগ, মহাত্মা গাঁধীর আদর্শ,মূল্যবোধ ভুলে যাওয়া হয়েছে, শুধু সবরমতী আশ্রমে নিয়মমাফিক সফরের সময়ই তাঁর ঐতিহ্য মনে পড়ে! তিনি ট্যুইট করেছেন, দিল্লি যখন জ্বলছে, ৮০ লক্ষ কাশ্মীরী মৌলিক অধিকার থেকে বঞ্চিত, তখন হাই টি, নমস্তে ট্রাম্পের আয়োজন। বিদেশি মান্যগণ্য অতিথিরা যখন সবরমতী আশ্রমে নিয়ম মেনে দর্শন দেন, শুধু তখনই গাঁধীজীর ঐতিহ্য মনে পড়ে।


মেহবুবা গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর আটক হওয়ার পর একাধিক দেশি, বিদেশি মিডিয়ায় সাক্ষাত্কার দিয়ে কেন্দ্রের নিন্দা করেছেন ইলতিজা। কাশ্মীরে কেন্দ্রের সরকারের সোস্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার কট্টর সমালোচক তিনি।