তাঁর হাঁপানি আছে, স্বামী নিক ডায়াবিটিস রোগী, করোনায় সাবধানে থাকছেন, জানালেন প্রিয়ঙ্কা

করোনা-প্রকোপ ছড়িয়ে পড়ার পরে গত মার্চে ৮ দিন স্বেচ্ছা নিভৃতবাসে ছিলেন তিনি ও নিক।

Continues below advertisement
মুম্বই: করোনা কালে একটু বেশিই সতর্ক থাকতে হচ্ছে অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াকে। সাবধানে থাকছেন তাঁর স্বামী নিক জোনাসও। এক সাক্ষাৎকারে কোনও রকম রাখঢাক না করেই সতর্ক জীবনযাপনের কথা জানিয়েছেন প্রিয়ঙ্কা। একই সঙ্গে অভিনেত্রীর পরামর্শ, করোনা মোকাবিলায় পারস্পরিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি। ওই সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা বলেছেন, ‘‘আমার হাঁপানি আছে। আমার স্বামী টাইপ-ওয়ান ডায়াবেটিক। ফলে এই পরিস্থিতিতে আমরা একটু বেশি সতর্ক থাকছি। এখন আমরা জুম কলের মাধ্যমেই আত্মীয়-পরিচিতদের সঙ্গে যোগাযোগ রাখছি।’’ অভিনেত্রী জানিয়েছেন, তাঁর আত্মীয় এবং বন্ধুবৃত্ত অনেক বড়। এই করোনা পরিস্থিতিতে তাঁদের অনেকের জন্মদিন গিয়েছে। কিন্তু তাঁরা খুব কম অনুষ্ঠানে হাজির থেকেছেন। করোনা থেকে বাঁচতে সকলেই পারস্পরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন। সেই কথা ফের মনে করিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেছেন, ‘‘পরিজন-বন্ধুদের সঙ্গে যদি যোগাযোগ রাখতে হয়, তা হলে ভার্চুয়াল জগতের মাধ্যমে যোগাযোগ রাখুন। অথবা যতটা সম্ভব দূরত্ববিধি বজায় রেখে তা করুন। যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করুন।’’ করোনা পরিস্থিতিকে কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন প্রিয়ঙ্কা। তাঁর কথায়, ‘‘একজন সৃষ্টিশীল মানুষ হিসেবে এই সময়টা দারুণ কাজে লাগিয়েছি। কোয়ারান্টিনে থেকেও বেশ কিছু প্রজেক্ট শেষ করেছি। কিছু ছবি তৈরি করেছে, লেখালেখি করছি এবং আত্মজীবনী লেখা শেষ করেছি।’’ করোনার সময় বাড়িতে থাকলেও চারপাশের পরিস্থিতি এবং খবরাখবর নিয়মিত রাখেন প্রিয়ঙ্কা। লেবাননের বেইরুটে নাশকতায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। করোনা-প্রকোপ ছড়িয়ে পড়ার পরে গত মার্চে ৮ দিন স্বেচ্ছা নিভৃতবাসে ছিলেন তিনি ও নিক। তখনও ভার্চুয়াল জগতের মাধ্যমে অনুরাগীদের করোনা সম্পর্কে বার্তা দিয়েছিলেন হলিইডে কোয়ান্টিকো খ্যাত অভিনেত্রী।
Continues below advertisement
Sponsored Links by Taboola