নয়াদিল্লি: করোনা নিয়ে কড়াকড়ির জেরে হাসপাতালে স্ত্রীর কেমোথেরাপি সেশনের সঙ্গী হতে পারেননি তিনি। তাই হাসপাতালের বাইরে বসে রইলেন সারাক্ষণ, হাতে নিয়ে প্ল্যাকার্ড, তাতে লেখা, আয়্যাম হিয়ার। এভাবেই ব্যাধিগ্রস্ত স্ত্রীর প্রতি ভালবাসা ও কর্তব্যবোধের পরিচয় দিলেন আমেরিকার টেক্সাসের বাসিন্দা অ্যালবার্ট কোনার। অ্যালবার্টের স্ত্রী কেলির জানুয়ারি মাসে ব্রেস্ট ক্যানসার ধরা পড়েছে। প্রত্যেকবার চিকিৎসকের কাছে স্ত্রীকে নিয়ে গিয়েছেন অ্যালবার্ট। এবারেও কেমোর জন্য কেলির সঙ্গে যান সুগার ল্যান্ডের এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টারে । কিন্তু জানতে পারেন, করোনা সংক্রমণের জেরে হাসপাতাল কড়াকড়ি করছে, রোগী ছাড়া আর কেউ ভেতরে ঢোকার অনুমতি পাচ্ছেন না। ফলে বাইরেই বসে থাকেন অ্যালবার্ট। হাতে প্ল্যাকার্ড, তাতে লেখা, তোমার সঙ্গে থাকতে পারিনি ঠিকই কিন্তু আমি এসেছি। তোমায় ভালবাসি। কেলি ফেসবুকে শেয়ার করেছেন নিজের একটি সেলফি, সঙ্গে প্ল্যাকার্ড হাতে বসে থাকা অ্যালবার্টের ছবি। আর একটি ছবিতে দেখা যাচ্ছে, অ্যালবার্ট বসে বই পড়ছেন, পাশে রাখা আছে প্ল্যাকার্ড। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট জনপ্রিয়তা পেয়েছে। নেটিজেনরা সকলে কেলির দ্রুত আরোগ্য কামনা করেছেন।