নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় বিশেষ আদালত বিচারবিভাগীয় হেফাজতে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিহড় জেলে পাঠানোর পর কেন্দ্রকে দেশের অর্থনীতির হাল নিয়ে খোঁচা পি চিদম্বরমের। তিহড় রওনা হওয়ার সময় সাংবাদিকদের বললেন, আমি উদ্বিগ্ন কেবলমাত্র অর্থনীতি নিয়ে।  আজ বিশেষ বিচারক অজয় কুমার কুহার তাঁকে তিহড় জেলে রাখার নির্দেশ দেওয়ার পর কোন এজেন্সি তাঁকে সেখানে নিয়ে যাবে, তা নিয়ে আলোচনার মধ্যে তিনি এই মন্তব্য করেন।

গত মঙ্গলবারও চিদম্বরমের সিবিআই হেফাজতের মেয়াদ আদালত বাড়িয়ে দেওয়ার পর কিছু বলতে চান কিনা, জানতে চাওয়া হলে তিনি কটাক্ষ করেন, ফাইভ  পারসেন্ট! হাত তুলেও সংখ্যাটা দেখান। দিনকয়েক আগেই প্রকাশিত সরকারি পরিসংখ্যানে স্পষ্ট, জিডিপি হারের পতন হয়েছে, যা দেশের আর্থিক মন্দার প্রতি ইঙ্গিত করছে। এক সাংবাদিক ‘জিডিপি?’ বলে উঠতেই এ নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করে চিদম্বরম বলেন, ৫ শতাংশ? ৫ শতাংশের কথা মনে করুন।

কংগ্রেস দেশের আর্থিক মন্দা নিয়ে কেন্দ্রের সরকারকে  আক্রমণ করে ট্যুইট করেছে, যাদের সঙ্গে সত্যের জোর আছে, তাদের যে কোনও অন্যায়ের মোকাবিলার শক্তি আছে।

চিদম্বরমের জেলে যাওয়া ঠেকানোর চেষ্টা আজ আদালতে ঠোক্কর খেয়েছে। তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে আত্মসমর্পণের প্রস্তাবেও রাজি হননি বিচারক। সিবিআই সওয়াল করে, চিদম্বরম প্রভাবশালী মানুষ, তাই ছাড়া পেতে পারেন না। চিদম্বরমের আইনজীবীরা পাল্টা বলেন, মামলাটি দাঁড়িয়ে আছে নথি-তথ্যের ওপর। তা বিকৃত করা বা তাতে প্রভাব খাটানোর কোনও প্রশ্নই ওঠে না।