নয়াদিল্লি: খালি গায়ে দার্শনিকের ভঙ্গিতে বসে তোলা একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেই ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘যতক্ষণ আমাদের অন্তদৃষ্টি থাকে, ততক্ষণ বাইরের কিছুর দিকে তাকাতে হয় না।’ এই পোস্ট নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ঠাট্টা-তামাশা। নতুন মোটরযান আইনে ট্র্যাফিক আইন ভঙ্গের দায়ে বিপুল অঙ্কের জরিমানা সহ বিভিন্ন বিষয় নিয়ে মজা করছেন অনেকে।


ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-২০ ও একদিনের সিরিজের পর টেস্ট সিরিজও জিতে নিয়েছে ভারতীয় দল। মহেন্দ্র সিংহ ধোনিকে টপকে টেস্টে ভারতের সফলতম অধিনায়ক হয়েছেন বিরাট। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিদেশে ভারতীয় অধিনায়কদের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট ম্যাচ জয়ের রেকর্ডও ভেঙে দিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা দুর্দান্ত করেছে ভারতীয় দল। এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি টি-২০ ও তিনটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবেন বিরাটরা।