ওয়াশিংটন: আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা আইএমএফ জানাল, করোনা সংক্রমণ রুখতে ভারত যে দেশব্যাপী লকডাউন করেছে, তা তারা সমর্থন করছে। ঠিক সময়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে তারা।
মঙ্গলবার আইএমএফ বলে, এ বছর ভারতের আর্থিক বৃদ্ধি ১.৯ শতাংশের বেশি হবে না।
আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার গতকাল বলেছে, আর্থিক মন্দা সত্ত্বেও ভারত দেশব্যাপী লকডাউন চালু করেছে, সময় থাকতে থাকতে এই সিদ্ধান্তকে তারা সমর্থন জানাচ্ছে। তাদের আশঙ্কা, পুরো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় করোনাভাইরাসের ও নজিরবিহীন প্রভাব পড়বে। এ বছর থমকে যাবে এশিয়ার আর্থিক বৃদ্ধি।
তবে যদি ভাইরাস সংক্রমণ রোখা যায়, তবে ২০২১-এ বৃদ্ধি বাড়বে বলে আইএমএফ আশাপ্রকাশ করেছে। তবে ঠিক কেমন বৃদ্ধি হবে এখনই বলার সময় নয়। আগের মত ব্যবসা করার সময় এটা নয় বলে তারা জানিয়েছে। এ বছরের শেষে আর্থিক গতি বাড়তে পারে বলে আইএমএফের আশা। কিন্তু এই ভাইরাসের পুনঃসংক্রমণের আশঙ্কা রয়েছে ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে তারা মনে করছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
করোনা রুখতে ঠিক সময়ে লকডাউন করেছে ভারত, বলল আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Apr 2020 04:32 PM (IST)
এই ভাইরাসের পুনঃসংক্রমণের আশঙ্কা রয়েছে ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বলে তারা মনে করছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -