দুদেশের মধ্যেই বর্তমান প্রেক্ষাপটে তুমুল বাকযুদ্ধ শুরু হয়েছে।
ইমরান ট্যুইট করেন, গোটা দুনিয়াকে কিছুদিন ধরেই সাবধান করছি, পাকিস্তানকে টার্গেট করে তার বিরুদ্ধে মিথ্যা, ভুয়ো অভিযান চালানোর জন্য ভারত একটা না একটা ছুতো খুঁজছে। লাগাতার চেষ্টা করে যাচ্ছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের সর্বশেষ যে ভিত্তিহীন অভিযোগ ভারতের দিক থেকে তোলা হচ্ছে, তা এই বিপজ্জনক এজেন্ডারই ধারাবাহিকতা।
কাশ্মীরের অশান্তি স্থানীয় কারণেই, বাইরের মদত নেই বলেও দাবি করেন ইমরান। আরও একবার ভারতের বর্তমান ক্ষমতাসীন দল দক্ষিণ এশিয়ার শান্তিকে বিঘ্ন করার নীতি অনুসরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, ভারতের বেপরোয়া পদক্ষেপ দক্ষিণ এশিয়ার শান্তি, সুরক্ষা বিপন্ন করে তোলার আগে অবশ্যই কিছু করা উচিত আন্তর্জাতিক মহলের।
এদিকে ভারতকে তোপ দেগেছেন পাক পার্লামেন্টের বিরোধী নেতা তথা পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজও। বলেছেন, পাকিস্তান-বিরোধী প্রোপাগান্ডায় ইন্ধন দিতেই ভারত ‘সন্ত্রাস ছড়ানোর ঘাঁটি’র কথা বলছে।