ইসলামাবাদ: করোনাভাইরাস আতঙ্কের মধ্যে আজব দাবি করেছেন পাকিস্তানের এক সরকারি আধিকারিক। তাঁর বক্তব্য, তাঁদের দেশের জনসংখ্যা নাকি ২৯০০ কোটিরও বেশি। ভদ্রলোকের জানা নেই, গোটা বিশ্বের জনসংখ্যা কোনওমতেই ৮০০ কোটির বেশি নয়। এবার দেখুন তাঁর কথা শুনে নেটিজেনদের প্রতিক্রিয়া পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা ৬,০০০ ছুঁতে চলেছে। নতুন করে সংক্রমিত হয়েছেন ২৭২ জন। ভাইরাস রুখতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান এ মাসের শেষ পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিয়েছেন। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ১১ জন।