ইন্দোর: বাড়ি ফেরার মরিয়া চেষ্টায় সিমেন্টের মিশ্রণ বোঝাই ট্যাঙ্কের মধ্যে লুকিয়ে ছিলেন ১৮ জন শ্রমিক। মহারাষ্ট্রে কাজ করেন তাঁরা, লকডাউনের জেরে ফিরছিলেন উত্তর প্রদেশের গ্রামের বাড়িতে। ইন্দোরে ধরা পড়ে গিয়েছেন। ডাক্তারি পরীক্ষার জন্য তাঁদের পাঠানো হয়েছে একটি শেল্টারে। এরপর বাসে করে তাঁদের রওনা করানো হবে।

সিমেন্টের ট্যাঙ্কের ছোট গর্ত থেকে তাঁদের একজন একজন করে বেরিয়ে আসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।


ইন্দোর থেকে ৩৫ কিলোমিটারের মত দূরে পন্থ পিপলাই গ্রামে রুটিন চেকিংয়ের সময় ট্রাকটি আটকায় মধ্য প্রদেশ পুলিশ। ট্যাঙ্কের ঢাকনা খুলতেই দেখা যায়, শ্রমিকরা লুকিয়ে আছেন ভিতরে। শ্রমিকরা জানিয়েছেন, লকডাউনে কর্মহীন হয়ে পড়েন তাঁরা তাই পুলিশের নজর এড়িয়ে চুপি চুপি গ্রামে ফেরার জন্য সকলে ওই ট্রাকে উঠে পড়েন। ট্রাক চালকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় এফআইআর রুজু হয়েছে।

অল্পদিন আগে স্থানীয় প্রশাসনের অনুমতিসাপেক্ষে আটকে পড়া শ্রমিক, পর্যটক ও পড়ুয়াদের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাতায়াতে স্বীকৃতি দিয়েছে কেন্দ্র। পরিযায়ী শ্রমিকদের ভোপাল ও লখনউ পৌঁছে দেওয়ার জন্য গতকাল ও আজ দুটি বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করে মহারাষ্ট্র সরকার। কিন্তু দেখা যাচ্ছে, এই শ্রমিকদের কাছে সে খবর পৌঁছয়নি।