চিনে মহামারীর চেহারা নিয়েছে করোনাভাইরাস। সরকারি মতে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৬১। করোনাভাইরাসে আক্রান্ত বৃদ্ধবৃদ্ধা হাসপাতালে পরস্পরকে চিরবিদায় জানাচ্ছেন, দেখুন ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Feb 2020 07:54 PM (IST)
চিনে মহামারীর চেহারা নিয়েছে করোনাভাইরাস। সরকারি মতে, এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৩৬১।
উহান: দুই স্বামী স্ত্রী। দুজনেরই বয়স আশির কোঠায়। হাসপাতালে পাশাপাশি বিছানায় শুয়ে পরস্পরকে বরাবরের জন্য বিদায় জানালেন তাঁরা। চিনের এই মর্মান্তিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বৃদ্ধবৃদ্ধা দু’জনেই করোনাভাইরাসে আক্রান্ত। বাঁচার সম্ভাবনা কতটা, তা তাঁরা জানেন। আসন্ন মৃত্যুর আগে এতদিনের জীবনসঙ্গীকে শেষ বিদায় জানালেন তাঁরা। দেখুন সেই ভিডিও