অমৃতসর: গোপনে রেখে আসা বিস্ফোরক নিজেই সরাতে গিয়েছিল। কিন্তু বিস্ফোরণ ঘটে প্রাণ গেল এক জঙ্গির। মঙ্গলবার পঞ্জাবের অমৃতসরে এই ঘটনা ঘটেছে। নিহত জঙ্গি ‘বব্বর খালসা’ জঙ্গি সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার পরিচয় এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি। (Amritsar Blast)
মঙ্গলবার সকাল ৯.৩০টা নাগাদ অমৃতসররে মজিথায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে দেখা যায়, বিস্ফোরণে এক যুবক মারা গিয়েছে। পরে পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, নিহত যুবক আসলে জঙ্গি সংগঠনের সদস্য। পাকিস্তানের গুপ্তরচর সংস্থা ISI-এর সঙ্গে সংযোগ থাকা অনেকেই গত কয়েকদিন ধরা পড়েছেন। নিহতের তেমন কোনও সংযোগ ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। (Babbar Khalsa)
সংবাদমাধ্যমে DIG (বর্ডার রেঞ্জ) সতিন্দর সিংহ বলেন, “বিস্ফোরণে যে মারা গিয়েছে, সে জঙ্গি সংগঠনের সদস্য। বিস্ফোরক পুনরুদ্ধার গিয়েছিল, তখনই বিস্ফোরণ ঘটে। কোথায় বিস্ফোরণ ঘটানো লক্ষ্য ছিল, তা জানার চেষ্টা করছি আমরা। ওর প্যান্টের পকেট থেকে কিছু ক্লু পাওয়া গিয়েছে।” নিহত যুবক নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘ব্বর খালসা’র সদস্য হলেও, তার ISI যোগও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণ ঘটেছে বলে এদিন খবর আসে তাদের কাছে। ঘটনাস্থলে গিয়ে এক যুবককে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। পরে মারা যায় ওই যুবক। প্রাথমিক তদন্তে জানা যায়, গোপনে রেখে যাওয়া বিস্ফোরক পুনরুদ্ধারের চেষ্টা করছিল ওই যুবক। কিন্তু সামলাতে না পারাতেই তীব্র বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে নাশকতা যোগ রয়েছে বলে মানতে চাইছিল না পুলিশ। নিহত যুবককে আবর্জনা সংগ্রহকারী মনে করা হয়। পুরনো কোনও বোমা বা বিস্ফোরক পদার্থ থেকে বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হয়। কিন্তু আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই অবস্থান পাল্টায় পুলিশ। এই যুবককে সন্দেহভাজন জঙ্গি বলেই উল্লেখ করা হয়।