বেজিং: গতকালই আমেরিকা বলেছে, ১৬ জুন থেকে কোনও চিনা বিমানকে তাদের ভূখণ্ডে নামতে বা বার হতে দেবে না তারা। কিন্তু পরদিনই চিন বলল, করোনার ভয়ে যে সব আন্তর্জাতিক উড়ান তারা বন্ধ রেখেছিল, তারা আবার অল্পসংখ্যক বিমান ওঠানামা করাতে পারবে। এর মধ্যে রয়েছে মার্কিন বিমানও।
করোনাভাইরাসের উৎস এবং হংকংয়ে চিনা ‘আগ্রাসন’ নিয়ে বেজিংয়ের ওপর অত্যন্ত অসন্তুষ্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যেই বারবার বলেছেন, বিশ্বজোড়া করোনা সংক্রমণে চিনাদের হাত রয়েছে। এর মধ্যে সিভিল অ্যাভিয়েশন অথরিটি অফ চায়না ঠিক করে, ১২ মার্চ পর্যন্ত বিদেশি এয়ারলাইন্সগুলির কার্যকলাপের ভিত্তিতে তাদের উড়ান ওঠানামা নির্দিষ্ট করা হবে। ততদিনে চিনে মার্কিন উড়ান ওঠানামা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আমেরিকায় চিনা বিমান তখনও যাতায়াত করছে।
এর মধ্যে বুধবার মার্কিন প্রশাসন বলে, ১৬ জুন থেকে চিনা যাত্রীবাহী বিমানের তাদের ভূখণ্ডে আনাগোনা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ফলে এই দুই সুপার পাওয়ারের আর এক দিকে নতুন করে সংঘাত লাগল বলে আশঙ্কা তৈরি হয়। কিন্তু এর মধ্যে সিভিল অ্যাভিয়েশন অথরিটি অফ চায়না জানিয়ে দিল, ১২ মার্চ যে সব বিদেশি এয়ারলাইন্সের নাম তলিকাভুক্ত করা হয়নি, তারা প্রতি সপ্তাহে একবার করে চিনে আন্তর্জাতিক উড়ান নিয়ে আসতে পারবে।
করোনা সংক্রমণ ছাড়াও হংকং ইস্যুতে চিনা অবস্থানের তীব্র বিরোধিতা করেছে ওয়াশিংটন। যেভাবে হংকংয়ের ওপর কঠোর নিরাপত্তামূলক আইন প্রয়োগ করার চেষ্টা চলছে, তাতেও দুপক্ষের টানাপোড়েন বেড়েছে। চিনা টেলিকম সংস্থা হুয়াবেই-এর কার্যকলাপ নিয়েও ট্রাম্প প্রশাসন খুশি নয়। তাদের ওপর কড়াকড়ি জারি করেছে তারা, মার্কিন শেয়ার বাজারে নথিভুক্ত চিনা সংস্থাগুলির কার্যকলাপের ওপর তদন্তের নির্দেশ দিয়েছে।
জবাবে বেজিং আবার হংকং ইস্যুতে মার্কিন অবস্থানকে বিদ্রূপ করেছে মিনেপোলিস পুলিশের হাতে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের খুন নিয়ে।
আমেরিকার সঙ্গে উড়ান যুদ্ধে এক পা পিছু হঠল চিন, জানাল, কিছু বিদেশি বিমান ঢুকতে দেবে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2020 05:04 PM (IST)
করোনাভাইরাসের উৎস এবং হংকংয়ে চিনা ‘আগ্রাসন’ নিয়ে বেজিংয়ের ওপর অত্যন্ত অসন্তুষ্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যেই বারবার বলেছেন, বিশ্বজোড়া করোনা সংক্রমণে চিনাদের হাত রয়েছে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -