নয়াদিল্লি: বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন বিমান হামলায় ইরানের ইসলামিক রিভল্যুশনারি গার্ড কোরের কমান্ডার কাসেম সুলেমানির মৃত্যুর পর সংযম বজায় রাখার ডাক দিল ভারত। বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, উত্তেজনা বৃদ্ধির ফলে দুনিয়ায় শোরগোল উঠেছে। উপমহাদেশে শান্তি, স্থিতাবস্থা, নিরাপত্তা, সুরক্ষা ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি আরও খারাপ না হওয়াটা জরুরি। ভারত বরাবরই সংযম রক্ষার পক্ষে সওয়াল করেছে, তা-ই করে যাচ্ছে। সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনেইয়ের পর ইরানের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব মানা হত সুলেমানিকে। গতকাল রাতে মার্কিন বিমান হানায় তিনি নিহত হন। আমেরিকার সন্ত্রাসবাদী তালিকায় ফেলা সুলেমানির পাশাপাশি আরও ৫ জনের প্রাণহানি হয়েছে। এর ফলে তীব্র উত্তেজনা মাথাচাড়া দিয়েছে ইরান-মার্কিন সম্পর্কে। ক্ষিপ্ত ইরান চরম বদলার হুঙ্কার দেওয়ায় দুনিয়াব্যাপী সংঘাতের বিপদ, আশঙ্কা মাথাচাড়া দিয়েছে।
এদিকে শীর্ষ কমান্ডার নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ইরান কাডস ফোর্সের ডেপুটি কমান্ডার ইসমাইল কানিকে তাঁর স্থলাভিষিক্ত করেছে। খামেনেই নিজের ওয়েবসাইটে লিখেছেন, অসাধারণ গৌরবের অধিকারী জেনারেল কাসেম সুলেমানি শহিদ হওয়ার পর আমি ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানির নাম ইসলামিক রিভল্যুশনারি গার্ড কোরের কাডস ফোর্সের কমান্ডার পদে ঘোষণা করছি।
পেন্টাগন জানিয়েছে, চলতি সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদে ইরান-পন্থী উত্তেজিত জনতা মার্কিন দূতাবাস অবরোধ করার পর সুলেমানিকে খতম করার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন বিমান হামলায় ইরানি কমান্ডারের মৃত্যু: সংযম বজায় রাখার ডাক ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jan 2020 09:12 PM (IST)
বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, উত্তেজনা বৃদ্ধির ফলে দুনিয়ায় শোরগোল উঠেছে। উপমহাদেশে শান্তি, স্থিতাবস্থা, নিরাপত্তা, সুরক্ষা ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি আরও খারাপ না হওয়াটা জরুরি।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -