মুম্বই: দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চের অপরাজিত শতরানের সুবাদে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতকে ১০ উইকেটে হারিয়ে প্রথম একদিনের ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১১২ বলে ১২৮ রান করেছেন, ফিঞ্চ ১১৪ বলে ১১০ রান। ২৫৬ রানের টার্গেট তাড়া করে ১২.২ ওভার বাকি থাকতেই অজিরা জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ২৫৬ রান বাঁচাতে নেমে বিরাট কোহলি তাঁর তূণের সব অস্ত্র প্রয়োগ করেছিলেন কিন্তু কোনও বোলারই আজ তেমন প্রভাব দেখাতে পারেননি। উল্টে প্রথম পাওয়ারপ্লে-তে দুই অজি ওপেনার ৮৪ রান তুলে ফেলেন। দুবার ডিআরএসের মাধ্যমে জীবন পান ওয়ার্নার, সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন তিনি, পেয়ে যান একদিনের আন্তর্জাতিকে তাঁর অষ্টাদশ অর্ধশতক।  ফিঞ্চও করেন তাঁর ষোড়শ শতরান, একদিনের আন্তর্জাতিকে। তাঁদের ব্যাটিংয়ে ভর দিয়ে ৩ ম্যাচের সিরিজে ১-০-য় এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আজ টসে জিতে ওয়াংখেড়ের ফ্ল্যাট পিচে ফিঞ্চ ব্যাট করতে  পাঠান ভারতীয় দলকে। শিখর ধবন ও কে এল রাহুল ছাড়া অন্য কোনও ব্যাটসম্যান অস্ট্রেলীয় বোলিং অ্যাটাকের সামনে দাঁড়াতে পারেননি। ধবন করেন ৭৪, তাঁর রানই সর্বোচ্চ, রাহুল করেন ৪৭ রান। তাঁদের মোট ১২১ রান ও নীচের দিকের ব্যাটসম্যানদের লড়াইয়ের জেরে ভারত ২৫৫ রান করতে পারে।