রাজকোট: বাংলাদেশের বিরুদ্ধে ৩ টি২০ ম্যাচের প্রথমটি হেরেছে ভারত। আজ সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য নিয়ে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট সঙ্ঘ স্টেডিয়ামে খেলতে নামবে তারা। আজকের ম্যাচে ভারত জিতলে ১০ তারিখ নাগপুরে হতে চলা তৃতীয় ও চূড়ান্ত ম্যাচ রীতিমত উত্তেজক হতে পারে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথম ম্যাচে বাংলাদেশ দল রোহিত শর্মার বাহিনীকে ৭ উইকেটে হারিয়ে দেয়। ভারতীয় ব্যাটিং-বোলিং, কোনও লাইন আপই আহামরি কিছু খেলতে পারেনি সেদিন। সিরিজে খেলছেন না অধিনায়ক বিরাট কোহলি, তাঁর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব গিয়েছে রোহিত শর্মার হাতে। ব্যাটিং লাইন আপের দায়িত্বও তাঁর। প্রথম ম্যাচে রান পাননি রোহিত। তাঁর সহ ওপেনার শিখর ধবন ৪২ বলে ৪১ রান করলেও টি২০-র হিসেবে তাঁর ইনিংস চলে রীতিমত ঢিমেতালে। বড় রান তৈরির জন্য টিম এই দুজনের ওপর ভরসা করছে বেশি। অতএব আজকের ম্যাচে যদি তাঁদের ব্যাট স্বাভাবিকভাবে না চলে, তবে চাপে পড়ে যেতে পারে টিম ইন্ডিয়া।
ব্যাটসম্যানদের মিডল অর্ডারে দেখা যাচ্ছে, লোকেশ রাহুলের ফর্ম একেবারে তলানিতে। ঋষভ পন্থও তথৈবচ। তাড়াহুড়ো করতে গিয়ে প্রথম ম্যাচে দ্রুত উইকেট খোয়ান শ্রেয়স আয়ার। বিফল নবাগত শিবম দুবেও। কোহলি না থাকায় এই দলে অভিজ্ঞতার অভাব একটি বড় সমস্যা। রোহিত-শিখরের ওপর সিংহভাগ চাপ, তাঁরা ব্যর্থ হলেই টিম আটকে যাচ্ছে। এই পরিস্থিতিতে আজ বদলও হতে পারে টিমে। ঋষভ পন্থ টানা ব্যর্থ হচ্ছেন, তাঁর জায়গায় আজ খেলানো হতে পারে সঞ্জু স্যামসনকে। নীচের দিকে নেমে ধুমধাড়াক্কা মারতে পারেন ক্রুণাল পাণ্ড্য।
আসা যাক বোলিং বিভাগে। খেলছেন না দলের সেরা দুই পেসার জশপ্রীত বুমরাহ ও মহম্মদ সামি। এই মুহূর্তে লেগ স্পিনার যজুবেন্দ্র চাহলই দলের সব থেকে অভিজ্ঞ বোলার। প্রথম ম্যাচে তিনি ভাল বল করলেও বাকি বোলাররা একেবারেই সাফল্য পাননি। উনিশতম ওভারে চার চারটে বাউন্ডারি হজম করে বাংলাদেশকে ম্যাচ উপহার দেন খলিল আহমেদ। ওয়াশিংটন সুন্দর, দীপক চহর, ক্রুণাল পাণ্ড্যও ব্যর্থ হন। একেবারেই নতুন এঁরা, কারও অভিজ্ঞতা নেই। এই পরিস্থিতিতে রোহিতের কাছে পেসার বিভাগে বিকল্প একজনই, শার্দুল ঠাকুর, স্পিনে খেলাতে পারেন রাহুল চহরকে।
উল্টোদিকে প্রথম ম্যাচে রীতিমত ভাল ব্যাট করে জয় ছিনিয়ে আনেন বাংলাদেশি উইকেট কিপার মুশফিকুর রহিম, তিনিই খলিলকে উনিশতম ওভারে চারটে বাউন্ডারি মারেন। ভাল ব্যাট করেন সৌম্য সরকার, মহম্মদ নইম। বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান রীতিমত অভিজ্ঞ মুখ। সইফুল ইসলাম রান দিলেও আমিন হুসেন, আফিফ হুসেনরা মুস্তাফিজুরকে যথেষ্ট ভাল সঙ্গ দেন।
এই পরিস্থিতিতে ভারতের বিরুদ্ধে সিরিজ জেতার এত ভাল সুযোগ বাংলাদেশিরা আর পাবে বলে মনে হয় না। গত কয়েক বছর ধরে টিম ইন্ডিয়ার সবথেকে শক্তিশালী জায়গা তাদের বোলিং কিন্তু এবার তাই দুর্বল ও অনভিজ্ঞতার শিকার। বিরাট কোহলির অনুপস্থিতির বিরাট প্রভাব পড়েছে ব্যাটিংয়েও।
আজ ভারত-বাংলাদেশ দ্বিতীয় টি২০, সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে রাজকোটে নামছে টিম ইন্ডিয়া
ABP Ananda, Web Desk
Updated at:
07 Nov 2019 10:45 AM (IST)
সিরিজে খেলছেন না অধিনায়ক বিরাট কোহলি, তাঁর অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব গিয়েছে রোহিত শর্মার হাতে। ব্যাটিং লাইন আপের দায়িত্বও তাঁর।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -