নয়াদিল্লি: ভারতকে ‘হিন্দু রাষ্ট্র’ বলে উল্লেখ করলেন বিজেপি সাংসদ তথা নামী ভোজপুরি সিনেমার অভিনেতা রবি কিষাণ। সংসদে পেশ করার জন্য বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র পাওয়া নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে বলতে গিয়ে এই বিতর্কিত অভিমত জানান তিনি। বিলের উদ্দেশ্য হল পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে ভারতে আসা অ-মুসলিমদের এদেশের নাগরিকত্ব প্রদান। বিরোধী শিবিরের অভিযোগ, প্রস্তাবিত আইনে মুসলিমদের কথা না থাকায় সংবিধানে বর্ণিত ধর্মনিরপেক্ষতার নীতি, সমানাধিকার লঙ্ঘিত হচ্ছে।
এই প্রেক্ষাপটে রবি কিষাণের বক্তব্য, দেশে হিন্দু জনসংখ্যা ১০০ কোটি। তাই স্বাভাবিক ভাবেই ভারত হিন্দু রাষ্ট্র। দুনিয়ায় এতগুলো মুসলিম, খ্রিস্টান দেশ। এটাই অবাক করার মতো যে, নিজেদের সংস্কৃতি বাঁচিয়ে রাখার জন্য ভারত নামে আমাদের একটা দেশ আছে। মুসলিম, খ্রিস্টান রাষ্ট্র থাকলে কেন হিন্দু রাষ্ট্র হতে পারে না, প্রশ্ন করেন তিনি।
উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে নির্বাচিত বিজেপি এমপি-র কটাক্ষ, বিরোধীরা নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ‘পাগল হয়ে গিয়েছেন’! প্রসঙ্গত, কংগ্রেস সহ বিরোধী দলগুলি এই বিলে মুসলিমদের প্রতি বৈষম্যের অভিযোগ করেছে। কংগ্রেস সাংসদ শশী তারুরের বক্তব্য, আমার মতে, বিলটি মৌলিক ভাবেই অসাংবিধানিক কেননা এতে ভারতের মূল ধারণাকেই লঙ্ঘন করা হয়েছে। যারা মনে করে, ধর্মই জাতীয় পরিচয়ের ভিত্তি হবে, তারা পাকিস্তানের ধারণাকেই পুষ্ট করছে, তারাই পাকিস্তান সৃষ্টি করেছে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারত ‘হিন্দু রাষ্ট্র’, বললেন বিজেপি সাংসদ অভিনেতা রবি কিষাণ, সওয়াল করলেন, মুসলিম-খ্রিস্টান রাষ্ট্র থাকলে কেন নয়!
Web Desk, ABP Ananda
Updated at:
04 Dec 2019 09:14 PM (IST)
রবি কিষাণের বক্তব্য, দেশে হিন্দু জনসংখ্যা ১০০ কোটি। তাই স্বাভাবিক ভাবেই ভারত হিন্দু রাষ্ট্র। দুনিয়ায় এতগুলো মুসলিম, খ্রিস্টান দেশ।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -