নয়াদিল্লি: বিরোধী দলের ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করার প্রতিবাদে আজ দেশজুড়ে ইন্ডিয়া (I.N.D.I.A) জোটের প্রতিবাদ কর্মসূচি। দিল্লিতে যন্তর মন্তরের সামনে প্রতিবাদে সামিল বিরোধী দলের সাংসদরা। যন্তর মন্তরে পৌঁছলেন রাহুল গান্ধী, শশী তারুর।


গত, ১৪ ডিসেম্বর লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে বিরোধী দলের ১৪ জন সাংসদকে সাসপেন্ড করা হয়।এরপর সোমবার, একদিনেই সংসদের দুই কক্ষে ৭৮ জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। মঙ্গলবার আরও ৪৯ জন বিরোধী সাংসদের ওপর নেমে আসে সাসপেনশনের খাঁড়া। বুধবারও সাসপেন্ড করা হয় লোকসভার ২ সাংসদকে। গতকাল, লোকসভা থেকে কংগ্রেসের আরও ৩ সাংসদকে সাসপেন্ড করে দেন অধ্যক্ষ ওম বিড়লা। এরই প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদে নামার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট। 


প্রসঙ্গত, সংসদের দুই কক্ষ, লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে, যাঁরা সকলেই বিরোধী শিবিরের সাংসদ। স্বাধীনতার পর থেকে কোনও অধিবেশন থেকে এত সংখ্যক সাংসদকে সাসপেন্ড করার নজির নেই। তার জেরে তীব্র সমালোচনার মুখে পড়ছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। (Parliament MPs Suspensions)


সংসদ থেকে দলে দলে বিরোধী সাংসদদের সাসপেন্ড করার মধ্যেই মঙ্গলবার দিল্লিতে বিরোধী শিবির I.N.D.I.A জোটের চতুর্থ বৈঠক সম্পন্ন হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একজোটে বিজেপি-র মোকাবিলা করতে বিরোধীরা সম্মত হয়েছেন সেখানে। তবে শুধু বিরোধী শিবিরের সাংসদদের সাসপেনশনই নয়, রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়কে নকল করা নিয়েও উত্তাল দেশের রাজনীতি। সাসপেন্ড হওয়া সাংসদরা সংসদভবনের বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, মক পার্লামেন্ট করছেন।


সেখানেই মঙ্গলবার ধনকড়কে নকল করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিনয় ক্যামেরাবন্দি করেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। সেই নিয়ে বিরোধীদের বিরুদ্ধে ধনকড়কে অপমান করা হয়েছে বলে দাবি তুলেছে বিজেপি। ধনকড় নিজেও রাহুলের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু কারও নকল করার সঙ্গে অপমানের কী যোগসূত্র, প্রশ্ন তুলেছেন রাহুল এবং কল্যাণ।


আরও পড়ুন, আগামীকাল বিকাল ৪ টে পর্যন্ত ধর্নার অনুমতি সংগ্রামী যৌথ মঞ্চের, নির্দেশ প্রধান বিচারপতির


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)