কলকাতা: নারকেলডাঙায় বিজেপি নেতা ও তাঁর স্ত্রী-ছেলেকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে (TMC Worker)। বিজেপি ও তৃণমূলের ১ জন করে কর্মীকে আটক করেছে পুলিশ (Police)।
গতকাল বেলেঘাটা এলাকায় বিজেপির একটি প্রতিবাদ সভা ছিল। সেখানে যোগ দিয়েছিলেন বিজেপির বেলেঘাটার মণ্ডল সম্পাদক সঞ্জয় সিংহ। অভিযোগ, বাড়ি ফেরার পর রাত ১০ টা নাগাদ বাড়ির সামনেই তাঁকে মারধর করা হয়। মাথায় আঘাত লাগে বিজেপি নেতা সঞ্জয়ের। ঘটনায় নারকেলডাঙা থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।
প্রসঙ্গত, একুশের ভোট পরবর্তী মামলা থেকে শুরু করে চলতি বছরে হওয়া পঞ্চায়েত ভোটে, একাধিক বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। তবে শুধু বিজেপি-নেতা কর্মীরাই টার্গেট হননি, তাঁদের পরিবারের উপর হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ। একুশের ভোট পরবর্তী মামলায় উঠে এসেছিল একাধিক অভিযোগ।
জানা গিয়েছিল, প্রাণ বাঁচাতে ডায়মন্ডহারবারের অসংখ্যা বিজেপি নেতা ঘর ছেড়েছিল। কাঁকুড়গাছি বিজেপি কার্যকর্তা অভিজিৎ সরকারকে নৃশংসভাবে খুনের অভিযোগও উঠেছিল। এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। যদিও নির্যাতনের অভিযোগ তেইশে এসেও যবনিকা পড়েনি। পঞ্চায়েত ভোট এখন অতীত। কয়েকমাস পরেই লোকসভা ভোট। আর তার আগে ফের ভয়াবহ অভিযোগ এল প্রকাশ্যে।
চলতি মাসেই আরও একটি অভিযোগ প্রকাশ্যে এসেছিল। বিজেপি কর্মীকে মারধরে ((BJP Leader Allegedly Threatened TMC Leader) অভিযুক্ত তৃণমূল নেতাকে গাছে পিঠ মোড়া দিয়ে বাঁধার 'হুমকি' দিয়েছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি (Bangaon BJP Organizational Secretary)।
গত ১ মে নাগাত একটি মর্মান্তিক ঘটনা সামনে এসেছিল। পূর্ব মেদিনীপুরের ময়নায় খুন হয়েছিলেন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া। অপহরণ করে খুনের অভিযোগ তোলে পরিবার। ভর সন্ধেয় বাড়ি ফেরার পথে স্ত্রীর সামনেই প্রথমে মারধর করা হয়েছিল বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে।
আরও পড়ুন, 'তৃণমূল সমর্থক খুনের' ঘটনায় ক্লোজ করা হল কাঁকড়তলা থানার ওসিকে
এরপর তাঁকে মোটরবাইকে চাপিয়ে জোর করে তুলে নিয়ে গিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, দাবি পরিবারের। ওই দিনই গভীর রাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে বিজেপি নেতার দেহ মিলেছিল। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছিল তাঁকে,প্রাথমিক তদন্তে অনুমান করেছিল পুলিশ। রাতে থানার সামনে ময়নার বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপি।