Narendra Modi US Visit: 'বিশ্বের মঙ্গল, শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ' তিনদিনের মার্কিন সফরে প্রেসিডেন্ট জো বাইডেনের (US President Joe Biden) সঙ্গে সাক্ষাতের পর একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হোয়াইট হাউসের (White House) আতিথেয়তায় অভিভূত তিনি। রাজকীয় অভ্যর্থনার পাশাপাশি এদিন হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও সেরেছেন মোদি। মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী এদিন বলেছেন, 'ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক গণতান্ত্রিক মূল্যবোধের উপর নির্ভরশীল। দুই দেশের সংবিধানই শুরু হয় 'উই দ্য পিপল' শব্দবন্ধ দিয়ে। দুই জাতিই নিজেদের বৈচিত্র্যের জন্য গর্ব অনুভব করে। কোভিড পরবর্তী সময়ে বিশ্বের অনেক পরিবর্তন হয়েছে। বিশ্বের মঙ্গল, শান্তি এবং স্থিতিশীলতার জন্য আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।'


এদিন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর মার্কিন কংগ্রেসের দু'টি হাউসের সামনেও বক্তব্য পেশ করেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, 'এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন কংগ্রেসে ভাষণ দেওয়ার সুযোগ হয়েছে। এর জন্য আমি কৃতজ্ঞ। আমি চাই ভারতের তেরঙ্গা এবং আমেরিকার তারা এবং স্ট্রাইপস (দুই দেশের জাতীয় পতাকা প্রসঙ্গে) নতুন উচ্চতা স্পর্শ করুক'। এরপর হোয়াইট হাউসে ছিল এলাহি নৈশভোজের আয়োজনও। মার্কিন কংগ্রেসের সঙ্গে দ্বিতীয়বার 'জয়েন্ট অ্যাড্রেস' এই প্রথম করলেন কোনও ভারতীয় নেতা। বিশ্বের দরবারেও এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম। হোয়াইট হাউসে ১৯টি গান স্যালুটের সঙ্গে অভ্যর্থনা জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, তিনি ভাইস প্রেসিডেন্ট থাকার সময় থেকেই একসঙ্গে সময় কাটানো, সাক্ষাতের সুযোগ হয়েছে তাঁদের। বিশ্বের বর্তমান পরিস্থিতির নিরিখে আমেরিকা এবং ভারতের একত্রিত হয়ে কাজ করার বিষয়টিকে গুরুত্বপূর্ণও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।


জো বাইডেনের কথায়, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে নজর দেওয়া, স্বাস্থ্যসেবার প্রসারণ, খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা- এইসব প্রক্রিয়ার মধ্যে রয়েছে... এই সমস্ত বিষয় আমেরিকার জন্য, ভারতের জন্য এবং বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। তিনি এও বলেছেন, 'আজ আমরা যে সিদ্ধান্তগুলি নিচ্ছি তা সুদূরপ্রসারী প্রভাব ফেলতে চলেছে ভবিষ্যতে'। চলতি মার্কিন সফরে প্রেসিডেন্ট বাইডেনের এবং হোয়াইট হাউসের অভ্যর্থনায় অভিভূত মোদি। তিনি বলেছে, ১.৪ বিলিয়ন ভারতবাসীর জন্য এটা গর্বের বিষয়। নরেন্দ্র মোদি জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার পর একাধিকবার হোয়াইট হাউসে এসেছেন তিনি। তবে এই প্রথমবার এত বিপুল সংখ্যক ইন্দো-আমেরিকার কমিউনিটির জন্য হোয়াইট হাউসের প্রবেশদ্বার খুলে দেওয়া হয়েছে। শুধু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নন, ফার্স্ট লেডি জিল বাইডেনও একই ভাবে অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।


আরও পড়ুন- তাজা আনাজ ঠিক কী? 'ফ্রোজেন' সব্জি কি সত্যিই খারাপ?