কলকাতা: কতটা ঝকঝকে-তকতকে আপনার শহর বা মফস্বল? কতটা সাফসুতরো করে রাখা হয় এলাকা? তার একটি সমীক্ষা হয় প্রতিবছর। সেই সমীক্ষা করে খোদ কেন্দ্রের সরকার। তার ফলাফলের উপর ভিত্তি করে তৈরি হয় 'মার্কশিট', দেওয়া হয় পুরস্কারও। 


বৃহস্পতিবার দেওয়া হল সেই পুরস্কার। নাম- স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার ২০২৩ (Swachh Survekshan Awards 2023)। এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কার তুলে দেন প্রাপকদের হাতে। উপস্থিত ছিলেন কেন্দ্রে আবাসন এবং পুর-নগরোন্নয়ন মন্ত্রী হরদীপ সিংহ পুরী।


পুরস্কার পেল কারা?
ভারতের সবচেয়ে স্বচ্ছ শহরের তকমা ফের পেল ইনদওর। শুধু এবারই নয়, এই নিয়ে পরপর সাতবার এই পুরস্কার পেল মধ্যপ্রদেশের ইনদওর। তারপরেই রয়েছে গুজরাতের সুরাত। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্রের নভি মুম্বই।


 ছিল 'Best performing States'-এর পুরস্কারও। স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার ২০২৩-এ প্রথম পুরস্কার জিতেছে মহারাষ্ট্র। তার পরেই রয়েছে মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়।


১ লক্ষের কম জনসংখ্যা এমন শহরগুলির জন্য় আলাদা বিভাগ ছিল। এই বিভাগে সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে মহারাষ্ট্রে সাসভাদ (Sasvad)। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ছত্তীসগঢ়ের পাটান (Patan) এবং মহারাষ্ট্রের অন্যতম পর্যটনকেন্দ্র লোনাভালা (Lonavala)


 



গঙ্গা তীরবর্তী শহরগুলির জন্য ছিল আলাদা বিভাগ। গঙ্গার পাশে থাকা শহরগুলির মধ্যে কোনটা সবচেয়ে পরিচ্ছন্ন? এই তালিকায় প্রথমে রয়েছে উত্তরপ্রদেশের বারাণসী। ওই তালিকায় তারপরেই রয়েছে প্রয়াগরাজ। 


ক্যান্টনমেন্ট বোর্ড যেখানে যেখানে রয়েছে, সেগুলি নিয়েও সমীক্ষা হয়েছিল। তার মধ্যে মধ্যপ্রদেশের মোহ ক্যান্টনমেন্ট বোর্ড (Mhow Cantonment Board) সবচেয়ে পরিচ্ছন্ন ক্যান্টনমেন্ট বোর্ডের তকমা পেয়েছে।


স্বচ্ছতার উপর ভিত্তি করে এই যে পুরস্কার দেওয়া হয়েছে তাতে কোথাও পশ্চিমবঙ্গের কোনও শহরের নাম দেখা যায়নি। 


তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে চার হাজার পুরসভা, ৬১টি ক্যান্টনমেন্ট এবং ৮৮টি গঙ্গা তীরবর্তী শহর এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল। বিপুল সংখ্যাক নাগরিকের মত নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকারের দাবি এটা বিশ্বের সবচেয়ে বড় স্বচ্ছতা সমীক্ষা। স্বচ্ছ ভারত মিশন-আর্বান-এর অংশ হিসেবে ২০১৬ সালে এই বার্ষিক প্রতিযোগিতা শুরু হয়েছিল। 


আরও পড়ুন: 'শত্রু'র উপর নজর রাখবে ভারতের Drishti! তৈরি করল আদানির সংস্থা