নয়াদিল্লি : বাংলাদেশে হিন্দু যুবকের হত্যার প্রতিবাদে এপার বাংলায় দিকে দিকে বিক্ষোভ। দীপুচন্দ্র দাসের খুনের ঘটনার এবার নিন্দা করল ভারত। গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনাটিকে প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে "অবিরাম বৈরিতা" বলে ব্যাখ্যা করে ভারতের বিদেশ মন্ত্রক। সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে নয়াদিল্লি বিরক্ত বলেও জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, "বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম বৈরিতা অত্যন্ত উদ্বেগের বিষয়। বাংলাদেশে সম্প্রতি হিন্দু যুবকের হত্যার আমরা নিন্দা করি এবং ভারত আশা করে যে, অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।"

Continues below advertisement