নয়াদিল্লি: ভারতে করোনা সংক্রমণ এখনও উদ্বেগজনক। এরইমধ্যে আশার আলো দেখিয়ে গতকালের তুলনায় সামান্য কমল দৈনিক মৃত্যু এবং দৈনিক আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭১৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২ লক্ষ ৭ হাজার ৭১ জন।
এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যা বলছে, দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৫ লক্ষ ৭৪ হাজার ৩৫০। এখনও পর্যন্ত
মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ৭০২ জনের। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৬৫ লক্ষ ৯৭ হাজার ৬৫৫। দেশে এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে ২২ কোটি ৪১ লক্ষ ৯ হাজার ৪৪৮ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে করোনায় ২ হাজার ৮৮৭ জনের মৃত্যু হয়েছে। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ২০৭। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ হাজার ৭৯৫। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ১২৮। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ৪৬০। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ৬১৭।
অন্যদিকে কেন্দ্রের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ জন। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ২৭ হাজার ৫১০। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৫২ হাজার ৭৩৪। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩। শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০ জন।