নয়াদিল্লি : ওমিক্রনের জন্য়ই কি বাড়ছে পুনরায় কোভিড-১৯ সংক্রমিত (reinfection) হওয়ার ঘটনা? অন্তত তেমনটাই বলছে বিভিন্ন গবেষণা রিপোর্ট। কোভিড ভাইরাসের সর্বশেষ ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে নাজেহাল হয়েছে বিশ্ব। ভারতও নাজেহাল হয়েছে কোভিডের দাপটে। আপাতত সংক্রমণের হার কমলেও,বিপদ যে কাটেনি তা মনে করিয়ে দিচ্ছে বিভিন্ন গবেষণায় উঠে আসা তথ্য। শরীরে তৈরি হওয়া অনাক্রম্যতাকে ফাঁকি দিয়ে ফের হচ্ছে কোভিড সংক্রমণ।


রি-ইনফেকশন কী?


কোনও ভাইরাসে একবার সংক্রমিত হওয়ার পরে সুস্থ হয়ে ফের সংক্রমণ হলে, তাকে বলা হয় রি-ইনফেকশন (reinfection)। কোভিডের ক্ষেত্রেও ঠিক এমনটাই দেখা যাচ্ছে। একবার কোভিড আক্রান্ত হওয়ার পরে ফের সংক্রমিত হচ্ছেন অনেকেই। পিছনে কী ওমিক্রনের হাত? মনে করছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকা, ব্রিটেন-সহ একাধিক দেশে হওয়া গবেষণার তথ্য বলছে, ডেল্টার দাপট চলাকালীন পুনরায় কোভিড সংক্রমণের যা হার ছিল, ওমিক্রনের ঢেউয়ের সময় তার চেয়েও অনেক বেড়েছে পুনরায় কোভিড সংক্রমিত হওয়ার ঘটনা। ইম্পেরিয়াল কলেজ লন্ডন (imperial college london)এর করা একটি গবেষণায় দেখা গিয়েছে অন্য স্ট্রেনের তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমণ করার ক্ষমতা অন্তত ৫ গুন বেশি। 


Mumbai Coronavirus: জিনম সিকোয়েন্সিং এর পর দেখা গেল ৯৫ শতাংশই ওমিক্রন আক্রান্ত !


পিছনে কী কারণ?
অষ্ট্রেলিয়ার (australia) মেলবোর্নে  ডিয়াকিন বিশ্ববিদ্যালয়ের (deakin university)গবেষক মহামারি বিশেষজ্ঞ ক্যাথেরিন বেনেট বেশ কয়েকটি কারণের কথা বলেছেন। যেহেতু এখন অনেক বেশি সংখ্যক মানুষ কোভিড ভাইরাসের সম্মুখীন (exposed) হচ্ছেন, সেই কারণে নতুন করে সংক্রমণের সম্ভাবনা বাড়ছে। কিন্তু তার সঙ্গেই রয়েছে শরীরে তৈরি হওয়া অনাক্রম্যতাকে (immunity)ফাঁকি দেওয়ার ক্ষমতা। ওমিক্রন ভ্যারিয়েন্টের সেই ক্ষমতা থাকায় বাড়ছে পুনরায় সংক্রমিত হওয়ার ঘটনা। একই কথা বলছেন আরও একাধিক বিশেষজ্ঞ। 


বিপদ কতটা?
পুনরায় সংক্রমিত হলে বিপদ কি বেশি? এই প্রশ্নের অবশ্য একদম স্পষ্ট উত্তর নেই। যাদের একাধিকবার সংক্রমণ হয়েছে তাঁদের অনেকেই বলেছেন আগের চেয়ে বেশি অসুস্থ বোধ করেছেন তাঁরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক এক ব্যক্তির উপর এক একরকম উপসর্গ দেখা দেয় কোভিডের ক্ষেত্রে। রি-ইনফেকশনের ক্ষেত্রেও বিষয়টি তেমনটাই।      


Omicron Subvariant: ওমিক্রনের উপপ্রজাতিতে আক্রান্ত? কী কী লক্ষণ দেখে বুঝবেন?


করোনাভাইরাস সংক্রমণের একাধিক ঢেউ দেখেছে দেশ। তার সঙ্গে লড়াই করেই ছন্দে ফিরছে জীবন। সংক্রমণের ভয় যতই থাকুক, বিধি মেনে চললে ঠেকিয়ে রাখা যাবে অনেকটাই, বারবার মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। পরতে হবে মাস্ক। মানতে হবে দূরত্ববিধি। নিতে হবে কোভিডের টিকাও। তাহলেই হারানো যাবে কোভিড মহামারিকে।