নয়াদিল্লি : দেশজুড়ে চলতে থাকা ওমিক্রন (Omicron) আতঙ্কের মাঝেই বেশ কিছু বাড়ল দৈনিক করোনা সংক্রমণ (Corona)। মঙ্গলবারের থেকে একলাফে প্রায় হাজার জন বাড়ল মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। মঙ্গলবার ওই সংখ্যা ছিল ৫ হাজার ৩২৬। প্রসঙ্গত, দৈনিক সংক্রমণ বাড়লেও গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৩২৫ জনের।  মোট আক্রান্তের সংখ্যা  ৩ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ৪৮১। এদিকে এখনও পর্যন্ত ১৩৯ কোটি কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে দেশবাসীকে।







এদিকে, দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রন। আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়ে সতর্ক করে দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। তিনি এই চিঠিতে লিখেছেন, ‘ডেল্টার চেয়ে অন্তত তিন গুণ বেশি সংক্রমিত হতে পারে ওমিক্রন। ফলে সংক্রমণ রোখার জন্য স্থানীয় ও জেলা স্তরে তথ্য বিশ্লেষণ, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং কন্টেনমেন্ট সংক্রান্ত কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।’


আরও পড়ুন- তিনগুণ দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন, রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক


অপরদিকে, মঙ্গলবারও ৪০০-এর কোটায় ছিল রাজ্যের করোনার দৈনিক সংক্রমণ। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪৪০ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,২৭,৯৩০ জন। সরকারি হিসেব অনুযায়ী আজ রাজ্যে করোনায় সংক্রিয় রোগীর সংখ্যা ৭,৪৫১ জন। যা গতকালের তুলনায় ২৩ জন কম। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে এই সময়পর্বে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৯,৬৮৮ জন। পাশাপাশি রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৫১ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্য করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৬,০০,৭৯১ জন।