নয়া দিল্লি: কোভিডের (Covid-19) ওমিক্রন ভ্যারিয়েন্ট (Omicron Variant) ডেল্টার (Delta) থেকে তিনগুণ বেশি সংক্রামক। এর জন্য ওমিক্রন মোকাবিলায় কড়া পদক্ষেপ প্রয়োজন, এই বলে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health)। পাশাপাশি, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ, পরিস্থিতি মোকাবিলায় জেলা ও স্থানীয়স্তরে কনটেনমেন্ট জোন করা যেতে পারে। প্রশাসন সূত্রে খবর, সব রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠিয়ে এই সতর্কবার্তার কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ।
সময় যত এগোচ্ছে, ভারতের (India) ওমিক্রন (Omicron) পরিস্থিতি তত চিন্তা বৃদ্ধি করছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনার (Coronavirus) এই নয়া প্রজাতি। তিন দিনে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে ভারতে, যে পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। ভারতে এর ফলে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২০০ ছুঁয়েছে। তবে এর মধ্যে ৭৭ জন রোগী ওমিক্রনকে হারিয়ে সুস্থও হয়ে উঠেছে, মঙ্গলবার এমনটাই জানিয়েছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মহারাষ্ট্র এবং দিল্লিতে ওমিক্রন ভ্যারিয়েন্ট সংখ্যা সবচেয়ে বেশি। দুই রাজ্যেই লাফিয়ে বাড়ছে করোনার নয়া প্রজাতি।
অন্যদিকে, কলকাতায় আয়ারল্যান্ড ফেরত আরও ১ জনকে ঘিরে ওমিক্রন (Omicron) -সন্দেহ। আয়ারল্যান্ড ফেরত মহিলার করোনা রিপোর্ট (Corona Positive) পজিটিভ, বেলেঘাটা আইডিতে (Beleghata ID Hospital) ভর্তি। ওমিক্রন-সন্দেহে (Omicron) ডাবলিন ফেরত আরেকজনকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। এখনও টিকাকরণে ভরসা রেখে এগোচ্ছে ভারত।
অন্যদিকে, করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও বাড়ল আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩১৭ জন। মঙ্গলবার ওই সংখ্যা ছিল ৫ হাজার ৩২৬। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৫৩। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৮ হাজার ৩২৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৫৮ হাজার ৪৮১।