নয়াদিল্লি: দেশে করোনায় ফের বাড়ল দৈনিক মৃত্যু (Death)। যদিও খানিক কমল দৈনিক আক্রান্তের (Covid cases) সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। গতকাল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩০ হাজার ৯ জন।


দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ১৪৮ জন। গতকালের থেকে বেশ খানিকটা কমই এই সংখ্যা। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ১০২ জন। এখনও পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে মোট ৫ লক্ষ ১২ হাজার ৯২৪ জনের। দেশে এযাবৎ করোনাকে জয় করে সেরে উঠেছেন সংখ্যা ৪ কোটি ২২ লক্ষ ১৯ হাজার ৩৮৫ জন।  


 







দিন কয়েক আগে জানানো হয়, বিদেশ থেকে এলে ৭ দিনের কোয়ারেন্টিন আর বাধ্যতামূলক নয়। বিমানবন্দরে করোনা পরীক্ষার ফল নেগেটিভ হলে প্রয়োজন নেই কোয়ারেন্টিনের। ১৪ ফেব্রুয়ারি থেকে কোভিডের নতুন নির্দেশিকা জারি করছে কেন্দ্র। নয়া এই নির্দেশিকা অনুযায়ী, ‘দেশে ফেরার পর ১৪ দিন নিজেকেই খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের। কোনও উপসর্গ লক্ষ্য করলে চলে যেতে হবে আইসোলেশনে। খবর দিতে হবে কাছের স্বাস্থ্য কেন্দ্রে।’


নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল বলেন, ‘দেশের করোনা পরিস্থিতির দ্রুত উন্নতি হচ্ছে। ১৭ দিনের মধ্যে দেশে সংক্রমণ হার কমল ১৬ শতাংশ। ২৪ জানুয়ারি দেশে সংক্রমণ-হার ছিল ২০.৭৫ শতাংশ।'


আরও পড়ুন: Russia Ukraine Conflict : সামরিক অভিযান শুরু রাশিয়ার, ইউক্রেন থেকে দেশে ফিরলেন ১৮২ জন ভারতীয়


অন্যদিকে রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুধবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৭২ জন। দৈনিক মৃত্যু ৭। সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগণা।