নয়াদিল্লি: দেশে ফের বাড়ল করোনা সংক্রমণ (Corona Case)। সামান্য কমল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ( Ministry of Health & Family Welfare, Government of India) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫৫৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৪ জনের। 


দেশের করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ছিল ১৮ হাজার ৩১৩। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ২১১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৯ লক্ষ ৫৯ হাজার ৩২১। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা কমে হয়েছে ১ লক্ষ ৪৬ হাজার ৩২৩। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে পজিটিভিটি রেট ৫.১৮ শতাংশ। দেশে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজার ২১৬ জন। শতাংশের হিসেবে দেশে সক্রিয় রোগীর হার ০.৩৩ শতাংশ। দেশে একদিন সুস্থতার হার ৯৮.৪৭ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ৪.৭১ শতাংশ। 


 





রাজ্যের করোনা আপডেট:
রাজ্যে (West Bengal) গতকালের তুলনায় ফের বাড়ল করোনা সংক্রমিতের (Covid19) সংখ্যা। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী,



  • ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ১,২৭৩ জন।

  • এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ২০,৮৮,৯৮৮ জন।

  • এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন।

  • এদিন রাজ্যে করোনামুক্ত হয়েছেন ২,৪৬১ জন।

  • রাজ্যে সুস্থতার হার ৯৮,০২ শতাংশ। 


আরও পড়ুন: Bank Holidays: স্বাধীনতা দিবস, রাখি, জন্মাষ্টমীর ছুটি রয়েছে আগামী মাসে, জানেন কত দিন ব্যাঙ্ক বন্ধ অগাস্টে ?