দিল্লি : দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের গতি আরও বেশি। বলছেন বিশেষজ্ঞরা। আর সেই গতি অব্যাহত থাকায় নতুন করে করোনা সংক্রমিত এক লক্ষ একষট্টি হাজার সাতশো ছত্রিশ জন। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘণ্টায় করোনার কারণে মারা গিয়েছেন আটশো উনআশি জন।  
এই নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল এক কোটি ছত্রিশ লক্ষ উননব্বই হাজার চারশো তিপান্ন জন। মোট মৃত্যু এক লাখ একাত্তর হাজার আটান্ন জনের। করোনায় সর্বাধিক আক্রান্তের তালিকায় দুনম্বরে ভারত। অ্যামেরিকার পরেই। 


সুখবর, গত ২৪ ঘণ্টায় সাতানব্বই হাজার একশো আটষট্টি জন সেরে উঠেছেন করোনা থেকে। মোট সুস্থ হয়েছেন এক কোটি বাইশ লক্ষ তিপান্ন হাজার ছশো সাতানবব্বই জন। সুস্থতার হার ৮৯. ৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে চোদ্দ লক্ষ একশো বাইশজনের। মোট নমুনা পরীক্ষার সংখ্যা পঁচিশ কোটি বিরানব্বই লক্ষ  সাত হাজার একশো আট জন।