নয়া দিল্লি: দেশে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮৩ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৯৬৪। গত ৪৮ ঘণ্টা আগে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৬ হাজার ১১৫। এর আগে টানা পাঁচদিন দেশে দৈনিক করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের ওপরেই ছিল। মঙ্গলবারের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের কম।


গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৫২। মঙ্গলবারের থেকে যা বেশ কিছুটা বেশি। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৫ হাজার ৭৬৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৪ হাজার ৫৩৪। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৯৮৯। ১৮৬ দিনে সর্বনিম্ন সক্রিয় রোগীর সংখ্যা। দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ২৭ লক্ষ ৮৩ হাজার ৭৪১ জন সুস্থ হয়েছেন।  একদিনে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১৬৭ জন।       


এদিকে, রাজ্যে বাড়ল করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা। স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গোটা বাংলায় নতুন করে করোনায় আক্রান্ত ৫৩৭ জন। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। সোমবার করোনায় মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫২৪ জন, মৃত্যু হয় ১২ জনের। 


মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী রাজ্যে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৭৪১ জন। এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লক্ষ ৬২ হাজার ৭১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনাকে জয় করেছেন ৫৯২ জন। এ যাবৎ মোট সুস্থ হয়েছেন ১৫ লক্ষ ৩৬ হাজার ২৯১ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ এবং আক্রান্তের হার ১.২০ শতাংশ। মঙ্গলবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৭৮ জনের।