নয়াদিল্লি: দেশে করোনা গ্রাফের ওঠাপড়া চলছেই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৪৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৮ জনের।
দেশের করোনা আপডেট: গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ২৭২। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৮ হাজার ৬২৯ জনের। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৫ লক্ষ ৮৭ হাজার ৩০৭। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩৯ হাজার ৫৩৮। অ্যাক্টিভ কেসের হার ৩৯ হাজার ৫৩৮। সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ১.২৩ শতাংশ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.৪৪ শতাংশ।
রাজ্যের করোনা আপডেট: ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে সামান্য কমেছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ২৮৪। একদিনে রাজ্যে মৃতের সংখ্যা ২। করোনাকে হারিয়ে একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৫৯। সুস্থতার হার ৯৮.৮৩ শতাংশ। রাজ্যে করোনায় মৃত্যু হার ১.০২ শতাংশ। রাজ্যে একদিনে পজিটিভিটি রেট ৪.০৫ শতাংশ।
আরও পড়ুন: Dengue Update: ৩-৪ দিনের জ্বরে অবস্থার অবনতি, ডেঙ্গিতে আরও এক যুবকের মৃত্যু