নয়াদিল্লি: দেশজুড়ে অনেকটাই নিয়ন্ত্রণে করোনার প্রকোপ (India Covid Update)। তবে এখনও করোনা-গ্রাফের (Corona Graph) ওঠানামা চলছেই। দেশে ফের কমল দৈনিক সংক্রমণ (daily covid case) ও দৈনিক মৃত্যুর সংখ্যা। 

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministy) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৪২১।  

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৪৯। অর্থাৎ মৃত্যুর সংখ্যা বেশ অনেকটাই কমেছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৩৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ২০ হাজার ৭২৩।

 

ছন্দে ফিরছে দেশ

দেশে কোভিড সংক্রমণ (covid infection) ক্রমশ কমতে থাকায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছুই। ২৭ মার্চ থেকেই স্বাভাবিক হয়েছে আন্তর্জাতিক উড়ান (international flight) চলাচল। সূত্রের খবর, ৩১ মার্চের পর থেকে কোভিড কড়াকড়িও তুলে নেওয়া হতে পারে। তবে মাস্ক (Musk) পরা এবং দূরত্ববিধি (Social Distancing) বজায় রাখার নিয়ম চালু থাকবে। 

আরও পড়ুন: Bharat Bandh Live Updates: বাগুইআটিতে রাস্তায় শুয়ে বিক্ষোভ ধর্মঘটীদের, গোলপার্কে রাস্তায় জ্বালানো হল টায়ার