নয়াদিল্লি: ভারতে করোনা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। তবে পরপর তিনদিন দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ লক্ষের কম। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমিতের সংখ্যা গত ৪৬ দিনের নিরিখে সর্বনিম্ন। দেশে সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু আজও সাড়ে ৩ হাজার ছুঁইছুঁই।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৫ হাজার ৫৫৩ জন। দেশে একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৬০ জনের। এদিনের বুলেটিন অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৮ লক্ষ ৯৪ হাজার ৮০০ জন।  দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২১ লক্ষ ১৪ হাজার ৫০৮।  এখনও পর্যন্ত দেশে মোট মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৯৭২। 


স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৪ লক্ষ ৫৪ হাজার ৩২০ জন।  গত ২৪ ঘণ্টায় সুস্থতার সংখ্যা ২ লক্ষ ৭৬ হাজার ৩০৯।


শনিবারের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭৩ হাজার ৭৯০। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ১ লক্ষ ৮৬ হাজার ৩৬৪। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ লক্ষ ১১ হাজার ২৯৮। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ লক্ষ ৮ হাজার ৯২১। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল  ১ লক্ষ ৯৬ হাজার ৪২৭ জন। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ লক্ষ ২২ হাজার ৩১৫। গত রবিবারের পরিসংখ্য়ান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ২ লক্ষ ৪০ হাজার ৮৪২। 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী,  ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু হয় ৩ হাজার ৬১৭। শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ৬৬০। বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ৮৪৭। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪ হাজার ১৫৭। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ৫১১। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৪ হাজার ৪৫৪। গত রবিবারের পরিসংখ্য়ান অনুযায়ী, এই সংখ্যাটি ছিল ৩ হাজার ৭৪১।