নয়া দিল্লি: করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত। মোট ১০০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়ে গেল এদেশে আজই। সেই উপলক্ষে এদিন দেশের ১০০টি মনুমেন্ট তেরঙ্গায় সাজল৷ দেশজুড়েই আজ উদযাপন চলেছে নানাভাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য সকলেই দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। 


এদিন দেশে ১০০ কোটি ডোজ করোনার টিকাকরণের লক্ষ্যমাত্রা পেরিয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি ট্যুইট করে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপতি লিখেছেন, ‘দেশ আজ ইতিহাস গড়েছে। সব নাগরিক এক হয়ে ১০০ কোটি টিকাকরণের লক্ষ্যমাত্রা পেরোতে সাহায্য করেছেন। এই নজির গড়ার জন্য দেশের সব নাগরিককে অভিনন্দন জানাচ্ছি।’


প্রসঙ্গত, চিনের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে ১০০ কোটি ডোজ ভ্যাকসিনেশনের রেকর্ড হল বৃহস্পতিবার। এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কোউইনের তথ্য বলছে, প্রায় ৭১ কোটি ৩ লক্ষ পূর্ণবয়স্ক ব্যক্তি পেয়েছেন ভ্যাকসিনের প্রথম ডোজ। দু’টি ডোজই পেয়েছেন প্রায় সাড়ে ২৯ কোটি দেশবাসী। ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হয় করোনার টিকাকরণ। ৯ মাস পাঁচ দিনে ১০০ কোটির লক্ষ্যমাত্রা পূরণ হল।






এর আগে কেন্দ্রীয় সূত্র মারফত জানান হয়েছিল যে ভ্যাকশিনেশনের বিশেষ মাইলস্টোন ছুঁয়ে ফেলার সঙ্গে সঙ্গেই দেশে হবে মেগা সেলিব্রেশন। আজ দেশের মোট ১০০টি সৌধকে রাঙানো হয় জাতীয় পতাকার তেরঙা রঙে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, টিকাকরণের সাফল্যে উদযাপন চলল সব রাজ্যেই। 


এদিন দেশে ১০০ কোটি টিকাকরণের মাইলস্টোন ছুঁয়ে ফেলার পর রাজধানীর লালকেল্লা থেকে একটি অডিও ভিস্যুয়াল ক্লিপ রিলিজ করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য। উৎসব আবহে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা ছিল। তাই আগাম সতর্কতা নিয়েই করোনা টিকাকরণ জোরকদমে জারি রেখেছিল কেন্দ্র। প্রাথমিকভাবে দেশবাসীকে টিকা নেওয়ার জন্য উৎসাহ দিতে করোনা টিকা নিলে নানা ক্ষেত্রে নানা ছাড়ও দেওয়া হয়েছিল। বুধবার কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে জানান হয়েছে যে ১০০ কোটি টিকাকরণ প্রায় হয়ে গিয়েছে দেশে।