নয়াদিল্লি: সীমান্তে ভারতীয় সেনাদের কর্তব্যপরায়ণতা প্রমাণ করে দিয়েছে ভারত মোটেই দুর্বল নয়। ভারত-চিন সীমান্তে তারা যথেষ্ট ভাল কাজ করছে ভারতীয় সেনা। সীমালঙ্ঘন, আগ্রাসন, একতরফা আক্রমণের জবাব দিতে পারে। এমনটাই বক্তব্য কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের।
গত মে মাস থেকে এখনও পর্যন্ত দফায় দফায় বৈঠক হয়েছে। কিন্তু সীমান্ত সমস্যার সমাধান হয়নি। এবিষয়ে রাজনাথের সাফ কথা, ভারত শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাধান চায়। কিন্তু দেশের সম্মানের সঙ্গে কোনওরকম আপোষ করা হবে না।
স্নাতক উপলক্ষে হায়দরাবাদের দুন্দিগুল বায়ুসেনায় আয়োজিত প্যারেড অনুষ্ঠানে অংশ নেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেখানে তিনি বলেন, চিনের সেনাদের আচরণ দেশের অভিসন্ধির প্রতিচ্ছবি তুলে ধরছে। তবে ভারত দুর্বল না। নতুন ভারত যে কোনও সীমালঙ্ঘন, আগ্রাসন, একতরফা আক্রমণের জবাব দিতে পারে। ভারত বহু দেশের সমর্থন পেয়েছে। এই বিষয় সমাধানের জন্য কূটনৈতিক এবং সামরিক স্তরে বৈঠক হয়েছে বলে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা যুদ্ধ চাই না। শান্তি চাই। কিন্তু দেশের সম্মান নষ্ট হবে এমন কাজ করতে দেব না। দেশ যে কোনও পরিস্থিতির সম্মুখীন হতে প্রস্তুত।
এদিন পাকিস্তানের বিষয়ে রাজনাথ সিংহ বলেন, সীমান্ত উত্তেজনা তৈরির চেষ্টা করছে তারা। সন্ত্রাসবাদকে ছড়িয়ে দিচ্ছে। সশস্ত্র বাহিনী ও পুলিশ কার্যকরভাবে সন্ত্রাসবাদের মোকাবিলা করছে। পাকিস্তানের বালাকোটের জঙ্গি শিবিরে বিমান হামলার কথা উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, ভারত কেবল দেশের অভ্যন্তরে সন্ত্রাসবাদকে রুখে দিচ্ছে না। উপরুন্তু দেশের সীমার বাইরেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়।